ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 23 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
-
3
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
-
4
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
5
শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও আইপিএলের আলোয় ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। বড় অঙ্কের চুক্তি, নতুন জার্সি আর নতুন প্রত্যাশা সবকিছু প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতা ও দুই দেশের টানাপড়েনে সেই স্বপ্ন থেমে যায় কাগজেই। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৬ আইপিএলে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। আইপিএলের মঞ্চে নিয়মিত মুখ হয়েও সুযোগ হারানোয় মুস্তাফিজের হতাশা যেমন, তেমনি ব্যথিত তার সতীর্থরাও।
মুস্তাফিজের আইপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ও বর্তমানে বিপিএলে সিলেটের হয়ে খেলা মঈন আলী। আন্তর্জাতিক ক্রিকেটে ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজের সঙ্গে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকা এই ক্রিকেটার বাংলাদেশি পেসারের মানুষ হিসেবে গুণের কথাও আলাদা করে তুলে ধরেন। মুস্তাফিজের পরিস্থিতি নিয়ে মঈন বলেন, "আমি মুস্তাফিজের জন্য ব্যথিত (আইপিএল থেকে বাদ পড়ায়)। আমি মনে করি সবাই মুস্তাফিজের জন্য ব্যথিত। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসেবে মুস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা ভালো ডিল পেয়েছিল। কিন্তু ওই যে বললাম- যেটা হয়েছে দুঃখজনক।"
এদিকে চলমান বিপিএলে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ও উইকেট নিয়ে সন্তুষ্টির কথাও জানান মঈন আলী। তার মতে, এবারের আসরে সিলেটের উইকেট ব্যাটসম্যানদের জন্য ইতিবাচক আচরণ করছে, ফলে ম্যাচে রানের ফুলঝুরি দেখা যাচ্ছে। উইকেটের পাশাপাশি দলের পরিবেশ ও সাম্প্রতিক পারফরম্যান্সও তার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান এই ইংলিশ অলরাউন্ডার।
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে নানা সময় বিতর্ক উঠলেও ব্যক্তিগত অভিজ্ঞতায় কোনো সমস্যার কথা জানাননি মঈন। সিলেট দলে খেলা এবং বাংলাদেশে বারবার ফিরে আসার অনুভূতি নিয়ে তিনি বলেন, "যদি টাকা না পেতাম, তবে কি আর আমি এখানে থাকতাম? দলে আসার পর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ জেতায় আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সিলেটে খেলতে আমার আলাদা ভালো লাগা কাজ করে। এখানকার মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। সেই টানেই বারবার বাংলাদেশে ফিরে আসতে আমার ভালো লাগে।"
মঈন আলী আরো বলেন, "আমার মনে হয় আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্ব মানের ক্রিকেটার ছিল। সাকিব, তামিম- তারা দুজনই বড় মাপের ক্রিকেটার ছিলেন। এটা শুধু বিশ্ব মানের ক্রিকেটার হওয়ার বিষয় না, আমার মনে হয় তারা দুর্দান্ত ক্যারেক্টারও ছিল। তারা লড়াকু ছিল এবং তারা যেভাবে খেলেছে সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে।"
