Image

ভারত ফাইনালে গেলে বদলে যাবে ভেন্যু!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত ফাইনালে গেলে বদলে যাবে ভেন্যু!

ভারত ফাইনালে গেলে বদলে যাবে ভেন্যু!

ভারত ফাইনালে গেলে বদলে যাবে ভেন্যু!

ভারত ফাইনালে উঠলে পরিবর্তন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু। দলটি আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে তারা খেলবেনা। এ জন্য ফাইনালের ভেন্যু পাকিস্তানের লাহোর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্থানান্তরিত হতে পারে। 

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে মোট ১৫ টি ম্যাচ সহ ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হবে তা আগেই নির্ধারিত ছিলো। তবে, ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ এখনও অনিশ্চিত কারণ তারা ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। একারণেই ভারতের জন্য বদলে যেতে পারে ভেন্যু। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানে বলা হয়েছে ৯ মার্চ যদি ভারত ফাইনালে উঠতে পারে, তবে বিকল্প ভেন্যু হিসেবে দুবাইকে বিবেচনা করার জন্য অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ফাইনালের ভেন্যু ৬ মার্চ, অর্থাৎ মাত্র তিন দিন আগে পর্যন্ত নিশ্চিত নাও হতে পারে। 

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ভারত যদি সেমিফাইনালে পৌঁছায়, তবে সেই ম্যাচটিও পাকিস্তানের বাইরে আয়োজনের প্রয়োজন হতে পারে। দুবাই, আবুধাবি এবং শারজাহর নাম আছে বিবেচনায় 

অনিশ্চয়তা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তারা পাকিস্তানে টুর্নামেন্টের সাফল্য নিয়ে আশাবাদী। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের অংশগ্রহণের আশা প্রকাশ করে বলেছেন, “ভারতের পাকিস্তানে আসা উচিত। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তানে  সমস্ত দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারব।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three