Image

ভারত ম্যাচের আগে টিম বাস মিস; ক্ষমা চেয়েছেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত ম্যাচের আগে টিম বাস মিস; ক্ষমা চেয়েছেন তাসকিন

ভারত ম্যাচের আগে টিম বাস মিস; ক্ষমা চেয়েছেন তাসকিন

ভারত ম্যাচের আগে টিম বাস মিস; ক্ষমা চেয়েছেন তাসকিন

ভারতের ম্যাচের আগে টিম বাস দেরিতে ঘুম থেকে ওঠা, এরপর টিম বাস মিস; এসব ইস্যুতে ক্ষমা চেয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় টিম বাস মিস করেন। এরপর জায়গা পাননি গুরুত্বপূর্ণ ম্যাচের সেরা একাদশেও। 

সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে হোটেল থেকে টিম বাস মিস করার পরে মাঠে দেরি করে এসে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন আহমেদ। দ্য ক্রিকবাজের প্রতিবেদনে ওঠে এসেছে এমন তথ্য। 

ভারতের বিপক্ষে মাত্র দুইজন পেস বোলারকে খেলায় টাইগার টিম ম্যানেজমেন্ট এবং তাসকিনকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে তারা একপ্রকার বাধ্য হয়। টিম বাস মিস করেও জাতীয় সঙ্গীতের সময় মাঠে ছিলেন তাসকিন। তবে জায়গা পাননি সেরা একাদশে...

অস্ট্রেলিয়ার কাছে হারের পর ৩৪ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। অ্যান্টিগার একই মাঠে প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের রেসে টিকে থাকতে টাইগারদের গুরুত্বপূর্ণ লড়াই। তাসকিন আহমেদ ছিলেন সেরা একাদশে অটোচয়েজ। কিন্তু সেদিন টসের পর বাংলাদেশের বেস্ট ইলিভেনে তাসকিনকে না দেখে চমকে ওঠে সবাই। প্রশ্ন ওঠে, হঠাৎ কি এমন হলো, যার কারণ তাসকিন খেলছেন না, কেনো তার পরিবর্তে দলে জাকের আলি অনিক। 

ভারতের শক্তিশালী ব্যাটিং আক্রমণের বিপক্ষে নিয়মিত খেলা তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয়। নেওয়া হয় একজন বাড়তি ব্যাটারকে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও তাসকিনকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন। আসলেই কি ঘুমের কারণে ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন? জাতীয় সঙ্গীতের জন্য মাঠের নামার সময়ে দলের সঙ্গেই ছিলেন তাসকিন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three