Image

সকালেই দলকে হতাশায় ডুবতে দিলেন না সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সকালেই দলকে হতাশায় ডুবতে দিলেন না সাকিব

সকালেই দলকে হতাশায় ডুবতে দিলেন না সাকিব

সকালেই দলকে হতাশায় ডুবতে দিলেন না সাকিব

গতকাল সকালের সেশনটা ছিল বড্ড হতাশার। আজও হয়েছে এমনটাই। এই সেশনে বাংলাদেশের সাফল্য কেবল দীনেশ চান্দিমালের উইকেট। ‘উইকেট টেকার’ বোলার সাকিব আল হাসান না থাকলে আরও একটা উইকেটশূন্য সেশন কাটানো লাগত বাংলাদেশকে। সাকিব ব্রেকথ্রু এনে দিলেও বাকি বোলাররা কোনোপ্রকার সুযোগই তৈরি করতে পারেননি। বাংলাদেশকে আরেকটি হতাশার সেশন উপহার দিলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া। চান্দিমালের বিদায়ের পর সঙ্গী হিসাবে পেলেন আগের টেস্টের সেই পরম কামিন্দু মেন্ডিসকে, ছুটছেন স্বাচ্ছন্দ্যে।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে- ৫ উইকেটের বিনিময়ে ৪১১ রান, এই পর্যন্ত খেলা হয়েছে মোট ১১৮ ওভার। আর এই সেশনে ২৮ ওভার খেলে কেবল চান্দিমালের উইকেট খুইয়ে শ্রীলঙ্কা তুলেছে ৯৭ রান। জুটিতে ধনঞ্জয়া-কামিন্দু যোগ করে ফেলেছেন ৩৬ রান। চাইলেই টিকে থাকা যায় এমন উইকেটে রানের গতিও বাড়াতে থাকেন তারা। ম্যাচের পরিস্থিতি বলছে, বিশাল পুঁজির পথে সফরকারীরা। 

ব্যাটারদের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। শুরুর দিনেই তিনশোর বেশি রান তাদের সংগ্রহে। এই স্কোর পাহাড় উচ্চতায় নিয়ে যাওয়া্র লক্ষ্য নিয়েই আজ সকালে ব্যাটিংয়ে নামেন চান্দিমাল-ধনঞ্জয়া। চট্টগ্রাম টেস্টে উইকেটের খুঁজে যেন দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ দল। তখনই দলকে টেনে তুলেন সাকিব আল হাসান।

ঘূর্ণি জাদু অব্যাহত রেখে সাকিব সকালের ১ ঘণ্টা পর এনে দেন গুরুত্বপূর্ণ এক ব্রেকথ্রু। ৮৬ রানের জুটি ভেঙে প্যাভিলিয়নে ফেরান চান্দিমালকে। ৫৯ রানে থাকা চান্দিমাল সাকিবের অস্বাভাবিক টার্নে নাকাল হয়ে বলে ছুঁয়েছেন ব্যাট, গ্লাভস হাতে লিটন দাসকে ক্যাচ লুফে নিয়েছেন সহজভাবে। দ্বিতীয় দিনে ১৫.২ ওভারে গিয়ে উইকেটের দেখা মিলে বাংলাদেশের।

তবে এই স্বস্তি সাগরিকায় শান্তদের চোখে-মুখে থাকেনি বেশিক্ষণ। এর মাঝেই বীরের মতো ব্যাট করে ৭০ বলে ক্যারিয়ারের ১৪ তম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ধনঞ্জয়া। সাকিব দারুণ বোলিং করে গেলেও অন্য দুই স্পিনার তাইজুল আর মেহেদী হাসান মিরাজ আজও ম্লান।

ধনঞ্জয়া-কামিন্দু পার্টনারশিপ; এই সিরিজে ইতিমধ্যেই বাংলাদেশকে অনেক সমস্যায় ফেলেছে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে তারা পেয়েছিলেন ২০২ রানের জুটি, পরের ইনিংসে একইভাবে টাইগার বোলারদের বিপর্যস্ত করেন। দ্বিতীয় ইনিংসের জুটিতে তারা করেন ১৭৩ রান। দুই ইনিংসেই ধনঞ্জয়া-কামিন্দু হাঁকিয়েছেন রেকর্ড জোড়া সেঞ্চুরি।

সিলেট থেকে টেস্ট ফিরল চট্টগ্রামে, তবে বিরতি নেয় ধনঞ্জয়া-কামিন্দুর। শ্রীলঙ্কার ৫ উইকেট নেই, এরপরও তাদের ব্যাটে বাংলাদেশকে চোখ রাঙানি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three