Image

সিলেট জয় করে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ শ্রীলঙ্কার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিলেট জয় করে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ শ্রীলঙ্কার

সিলেট জয় করে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ শ্রীলঙ্কার

সিলেট জয় করে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বড় লাফ দিয়েছে দলটি। প্রথমবারের মতো সিলেটের মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। বাংলাদেশে এসে অষ্টমবারের মতো টেস্ট জিতল শ্রীলঙ্কা। 

বাংলাদেশে এখনো কোনো টেস্ট হারেনি লঙ্কান দল। আর সেই রেকর্ড এবারও বজায় থাকল। শুধু বজায় রেখেই ক্ষান্ত হয়নি। বাংলাদেশকে দিয়েছে বড় হারের লজ্জা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবার নিচে অবস্থান করছিল শ্রীলঙ্কা। এই জয়ে বাংলাদেশের সাথে যৌথভাবে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। এর আগে লঙ্কানদের ঝুলিতে কোনো পয়েন্ট ছিল না। যদিও আফগানিস্তানের সাথে টেস্ট জিতেছিল তারা গত ফেব্রুয়ারিতে। কিন্তু আফগানরা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় সেসময় কোনো পয়েন্ট অর্জন করেনি শ্রীলঙ্কা। 

বর্তমানে শ্রীলঙ্কার পয়েন্ট ১২, যেখানে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড তাদের নিচে অবস্থান করছে। বাংলাদেশের বর্তমান পয়েন্টও ১২, পাশাপাশি শ্রীলঙ্কার মতো একই পয়েন্ট পার্সেন্টেজ (৩৩.৩৩)। 

পাকিস্তান এক ধাপ এগিয়ে ৪ নম্বরে অবস্থান করছে, ৩৬.৬৬ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট পার্সেন্টেজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো ৩৩.৩৩ কিন্তু পয়েন্টের দিক থেকে এগিয়ে দলটি, ১৬। ফলে উইন্ডিজদের অবস্থান ৫ নম্বরে। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে চতুর্থ দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের জন্য ৫১১ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল লঙ্কানরা৷ যেখানে বাংলাদেশ দল দলীয় ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। মুমিনুল হকের অপরাজিত ৮৭ রানের কল্যাণে ১৮২ রানে অলআউট হয়েছে তারা।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three