Image

আগামীকালের পরিকল্পনা জানাল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আগামীকালের পরিকল্পনা জানাল শ্রীলঙ্কা

আগামীকালের পরিকল্পনা জানাল শ্রীলঙ্কা

আগামীকালের পরিকল্পনা জানাল শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিবে শ্রীলঙ্কা। তা মোটামুটি নিশ্চিত। আজ লঙ্কানদের ৫৩১ রানের বিপরীতে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর লঙ্কানরা ব্যাট হাতে নামে। এই ইনিংসে অবশ্য ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি লঙ্কানরা, হারিয়েছে ৬ উইকেট। তবুও এখনো ৪৫৫ রানের লিড রয়েছে বাংলাদেশের সামনে। সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কা ফাস্ট বোলিং কোচ দর্শনা গ্যামেজ শোনালেন আগামীকালের পরিকল্পনা।

সম্ভাবনা আছে এই ম্যাচ শেষ হতে পারে কালকেও। শ্রীলঙ্কার আপাতত পরিকল্পনা ৫০-৬০ রানের মতো যোগ করে বাংলাদেশকে ছেড়ে দেওয়া। আজ শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে অবস্থান করছে লঙ্কানরা।

আগামীকাল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন। দর্শনা বলেন, “আমাদের আরও ৫০-৬০ রান করতে হবে। ইতোমধ্যে ভালো অবস্থানে আছি। কাল নেমেই একটা ভালো লক্ষ্য ছুঁড়ে দিতে চাই।”

শ্রীলঙ্কার পরিকল্পনায় আছে প্রথম সেশনে যতবেশি রান করা যায়। দর্শনার কণ্ঠে অন্তত ৫০০ রান করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে চায় তারা। এমন হলে স্বাগতিকদের আরো ৫ সেশন বল করার সুযোগ পাবে লঙ্কানরা।

“আরও ৬টি সেশন আছে। কাল প্রথম সেশনে আমরা যত বেশি সম্ভব রান করতে চাই। আরও ৫০ রানের মতো পেলে ৫০০ রানের লিড হবে। প্রথম সেশন ব্যাট করলে ওদের বল করার জন্য ৫টি সেশন পাচ্ছি। একইসাথে ফাস্ট বোলাররাও একটু বিশ্রাম পেয়ে ফ্রেশ হয়ে নামতে পারবে।”

টেস্ট ক্রিকেটের শৃঙ্খলা নিয়ে আলোচনা করলেন দর্শনা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি জায়গা নিয়ে আলাদাভাবে কাজ ও পরিকল্পনা না রাখলে এই সংস্করণের ক্রিকেটে উন্নতি করা কঠিন।

লংঙ্কান ফাস্ট বোলিং কোচ বলেন, “টেস্ট ক্রিকেটে শৃঙ্খলা ধরে রাখার ব্যাপারে আমরা সবসময় কথা বলি। এমনকি ব্যাটারদের নিয়ে পরিকল্পনার আগেও আমরা বলাবলি করি নিজেদের বোলিংয়ে যেন শৃঙ্খলা থাকে। কীভাবে ফিল্ডিং সাজাতে হবে এবং সে অনুযায়ী ধারাবাহিকভাবে বল করতে হবে। দুই টেস্টেই পেসাররা দ্রুতই নিজেদের কাজ ধরতে পেরেছে। এই ম্যাচের আগেও আমরা প্রস্তুতি নিয়ে এসেছি।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three