Image

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবেন না শুবমান গিল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবেন না শুবমান গিল

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবেন না শুবমান গিল

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবেন না শুবমান গিল

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ভারত টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুবমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোডের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের।

দুই টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ রবিবার ভারতের উদ্দেশ্যে দেশে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের প্রথম টেস্টের দলে রয়েছেন শুবমান গিল। তবে এই তারকা ব্যাটার খেলবেন না টি-টোয়েন্টি সিরিজ। 

বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, শুবমান বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবে। যদি ফিক্সারের দিকে তাকানো হয়, দেখা যাবে অক্টোবরে ৩টি টি-টোয়েন্টি, ৬ অক্টোবর, ৯ অক্টোবর ও ১২ অক্টোবর। ১৬ অক্টোবর থেকে টেস্ট। তিন দিনের মাঝেই আরেকটি সিরিজ, এ কারণে গিলকে বিশ্রাম দেয়া দরকার।’

বাংলাদেশ সিরিজ শেষে অক্টোবরে নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে শুবমান গিলকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন ভারত। কিউইদের সাথেও তারা খেলবে ২টি টেস্ট। ওই সিরিজের জন্যই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে গিলকে।

ইতোমধ্যেই ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ম্যাচ গুলো হবে ৬,৯ ও ১২ অক্টোবর।

Details Bottom