Image

শুরুর অভিযানে শরিফুলের না থাকা বাংলাদেশের জন্য 'বড় ক্ষতি'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শুরুর অভিযানে শরিফুলের না থাকা বাংলাদেশের জন্য 'বড় ক্ষতি'

শুরুর অভিযানে শরিফুলের না থাকা বাংলাদেশের জন্য 'বড় ক্ষতি'

শুরুর অভিযানে শরিফুলের না থাকা বাংলাদেশের জন্য 'বড় ক্ষতি'

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরিফুল ইসলামের এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নিশ্চিত, এমনকি পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই। হাতে লেগেছে ৬টি সেলাই, আপাতত টিম হোটেলে আছেন বিশ্রামে। শুরুর অভিযানেই শরিফুলের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকা, বাংলাদেশের জন্য অস্বস্তির। তাসকিন আহমেদের মতে, শরিফুলের ইনজুরি টাইগার পেস অ্যাটাকের জন্য বড় ক্ষতি। 

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই বাংলাদেশ দল বড় ধাক্কা পেয়েছে। তারকা পেস বোলার শরিফুল ইসলাম গত শনিবার নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পান, এরপর বাঁ-হাতে তার ছয়টি সেলাই লাগে। শরিফুলের ইনজুরির আপডেট জানাতে গিয়ে তাসকিন বলেন, 

'শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে, আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না। হাতে যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে।'

'আসলে প্রতিটি ম্যাচই সুযোগ। বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। শরিফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে বাকিরা প্রস্তুত। আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি। যদি আমিও না খেলতে পারি, বাকি যারা আছে তারাও প্রস্তুত। আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে।'

নিউইয়র্কে ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল ইসলামই। যদিও তিনি কোটা পূর্ণ করতে পারেননি, ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট দখলে নেন। ভারতীয় ইনিংসের ১৯.৫ তম ওভারে হার্দিক পান্ডিয়া তার ইয়র্কার সামলে দিলে বল ধরতে গিয়ে বাম হাতের তালুতে চোট পান। 

Details Bottom