চোটে পড়ে মাঠের বাইরে শিখর ধাওয়ান
চোটে পড়ে মাঠের বাইরে শিখর ধাওয়ান
চোটে পড়ে মাঠের বাইরে শিখর ধাওয়ান
কাঁধের চোটে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানকে। পাঞ্জাব কোচ সঞ্জয় বাঙ্গার ধাওয়ানের ব্যাপারে এই তথ্য নিশ্চিত করেছেন। এক সপ্তাহের বেশিও তাকে বাইরে থাকতে হতে পারে বলে জানা যায়। যদি অন্তত এক সপ্তাহ বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে দুইটি ম্যাচ মিস করবেন তিনি; মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এপ্রিলের ১৮ তারিখ এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে এপ্রিলের ২১ তারিখ।
শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে পাঞ্জাব কোচ সঞ্জয় নিশ্চিত করেন যে, ধাওয়ান কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকছে। সেটা যে এক সপ্তাহ হতে পারে, তাও জানিয়েছেন।
তিনি বলেন, “তাঁর কাঁধে একটা চোট লেগেছে। তাই সে সম্ভবত কয়েকদিনের জন্য বাইরে থাকছে। একজন অভিজ্ঞ ওপেনার, শিখরের মতো কেউ, যার এই ধরনের উইকেটে খেলে অভিজ্ঞতা রয়েছে, সে যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ।”
“আমরা অপেক্ষা করে দেখব তাঁর চিকিৎসা কেমন হয়। দেখে মনে হচ্ছে, অন্তত ৭ থেক্র ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।”
ধাওয়ান না থাকায় এই সময়ে স্যাম কারান অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এর আগের বছরেও কারানকে পাঞ্জাবের দায়িত্ব মিতে দেখা গেছে।
আইপিএল ২০২৪ এ অবশ্য খুব আশানুরূপ কিছু করতে পারেননি ধাওয়ান। তবে পাঞ্জাবের হয়ে এখনো সর্বোচ্চ রান তাঁর। মোট ৫ ইনিংস ব্যাট করে ৩০.৪০ গড়ে, ১২৫.৬১ স্ট্রাইক রেটে ১৫২ রান সংগ্রহ করেছেন এই ব্যাটার।
পাঞ্জাবের হয়ে ইনিংস শুরু করার ক্ষেত্রে বেশ চাপ লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪ টি'তে হেরেছে তারা। ধাওয়ানের ওপেনিংয়ের সঙ্গী জনি বেয়ারস্টো নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারছেন না। ফলে কিছুটা কঠিন সময় যে যাচ্ছে দলটির, সে বিষয়টি পরিস্কার।