ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই

ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই

ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই

এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি সাকিব আল হাসান। তবে অনেকে ভেবেছিলো দেশের জার্সিতে সাকিবকে হয়তো আর কখনোই দেখা যাবেনা। কিন্তু এবার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে মুখ খুললেন সাকিব নিজেই। 

সম্প্রতি একটি পডকাস্টে ৩ ফরম্যাটে দেশের জার্সিটা আরো একবার গায়ে জড়ানোর ইচ্ছার কথা বলেছেন সাকিব। "একটি সিরিজ খেলে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-যেকোনো কিছুই হতে পারে। এর যেভাবেই হোক, আমি খুশি। কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমার চাওয়া। আমি দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এজন্যই আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি।"

ঘরের মাঠে অথ্যৎ বাংলাদেশে সিরিজ খেলতে চান সাকিব, "একজন খেলোয়াড় যখন কিছু বলে সেটাতে অটল থাকার চেষ্টা করে। খেলোয়াড়রা হঠাৎ করে কিছু পরিবর্তন করে না। না। আমি কেমন খেলি সেটা বিবেচ্য নয়। আমি একটা খারাপ সিরিজও খেলতে পারি। আমার মনে হয় এটাই যথেষ্ট। এটা ভক্তদের বিদায় জানানোর একটা ভালো উপায় যে, তারা সবসময় আমাকে সমর্থন করেছে, ঘরের মাঠে সিরিজ খেলে তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।"

সাকিব আরো বলেন, "আমার মনে হয় এটা (মানুষের প্রত্যাশা) আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। কারণ মানুষ পারফরম্যান্স আশা করে। তারা বিশ্বাস করে আমি পারফর্ম করতে পারি। এটাকে আমি এভাবেই দেখি। অনেকে আবার অন্যভাবেও দেখে।"

নিজের অভিষেক ম্যাচের কথা স্মরণ করে সাকিবের ভাষ্য, "আমার অভিষেক ম্যাচে যখন বোলিং করছিলাম তখন খুব বেশি নার্ভাস ছিলাম না। কারণ কয়েক সপ্তাহ আগেই 'এ' দলের হয়ে তাদের (জিম্বাবুয়ে) বিপক্ষে খেলছিলাম। কিন্তু যখন ব্যাটিং করার জন্য পিচে এলাম তখন আমার শরীর কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি ব্যাট ধরতে পারবো না।"

এখনো ব্যাটিং করার সময় নার্ভাস ফীল করেন সাকিব, "আমার মনে হয় এখনো ব্যাটিং করার সময় নার্ভাস ফিল হয়। সব ব্যাটারের ক্ষেত্রেই। আপনি যদি শচীনকে জিজ্ঞেস করো... সে সবার চেয়ে বেশি ম্যাচ খেলেছে। তাঁর শেষ ম্যাচে আমি নিশ্চিত ব্যাটিংয়ের ক্ষেত্রে সেও নার্ভাস ছিল। আপনি যখন ক্রিজে যাবেন তখন কিছু ফিল করবেন না। কিন্তু ব্যাটিংয়ে যাওয়ার আগে ওইটা কাজ করে।"