Image

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল

২০২৫ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সামনে রেখে দল গোছাতে ব্যস্ত নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। জনপ্রিয় অভিনেতা শাকিব খানের মালিকানাধীন এই দলটি স্কোয়াড গোছানোর সাথে কোচিং স্টাফও গুছিয়ে ফেলছে।  পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাইদ আজমলকে মেন্টর হিসাবে নিজেদের সঙ্গে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। 

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক, সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস। 

আজ (২৭ অক্টোবর) সাইদ আজমলকে মেন্টর হিসাবে নিয়োগ দেবার ঘোষণা দিল ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁরা লিখেছে, 

'দেখুন, কে ঢাকার ক্যাপিটালস ক্যাম্পে যোগ দিচ্ছেন!

খেলার একজন কিংবদন্তি

৪৪৭ আন্তর্জাতিক উইকেট

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন (২০০৯) হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক উইকেট

এমসিসি একাদশের সাবেক খেলোয়াড়

পাকিস্তান জাতীয় দলের কোচ

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সাইদ আজমল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন। এটি আমাদের জন্য একটি সম্মান এবং আমাদের খেলোয়াড়দের, বিশেষ করে দলের নবীনদের জন্য শেখার একটি মহান সুযোগ।' 

 

২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালস স্কোয়াড- 

লিটন দাস, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, মুস্তাফিজুর রহমান, স্টিফেন এস্কিনাজি, থিসারা পেরেরা, জাহুর খান, সাব্বির রহমান, আসিফ হাসান মিতুল, শাহনেওয়াজ দাহানি, আমির হামজা, মুকিদুল ইসলাম, সাইম আইয়ুব, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপু, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরমানউল্লাহ সাফি, রিয়াজ হাসান, চতুরঙ্গ ডি সিলভা, রহমতউল্লাহ আলি। 

প্রধান কোচ- খালেদ মাহমুদ সুজন। 

মেন্টর-সাইদ আজমল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three