দিল্লির খেলা দেখে ‘অপদস্ত’ বোধ করেছেন পন্টিং
দিল্লির খেলা দেখে ‘অপদস্ত’ বোধ করেছেন পন্টিং
দিল্লির খেলা দেখে ‘অপদস্ত’ বোধ করেছেন পন্টিং
দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং নিজ দলের বোলিং ও ফিল্ডিং দেখে হতবুদ্ধি হয়ে গেছেন। বুধবার রাতে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে দিল্লি। প্রথমে ব্যাট করতে নামা কোলকাতা ২৭২ সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১০৬ রানের পরাজয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পন্টিংয়ের দলকে।
আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ তোলে কোলকাতা। বিশাখাপত্তনামে নিজেদের মাঠে কোলকাতার কাছে কোনো পাত্তা পায়নি রিশাব পান্টরা।
এমন ম্যাচ হারের পর পন্টিং বলেন, “এটা কিছুটা কষ্টকর এখন মেনে নেওয়া।”
“বোঝাতে চাচ্ছি, আমি প্রায় অপদস্ত বোধ করেছি আজ প্রথম অংশের খেলা দেখে। এতগুলো রান মেনে নেওয়া! আমার মনে হয় আমরা ১৭ টি ওয়াইড (১৫) দিয়েছি এবং প্রায় ২ ঘণ্টা লেগেছে সব ওভার শেষ করতে।”
“অনেক জিনিস আছে, যেগুলো আজ ঘটেছে এই ম্যাচে। যা মেনে নেওয়ার মতো নয়। এখানে অনেক ব্যাপার আছে, যেগুলো নিয়ে আমরা একসাথে কথাবার্তা বলব রাতে। টুর্নামেন্টে এগিয়ে যেতে এসব ঠিকঠাক করে নিতে হবে।”
প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে কোলকাতা। সুনীল নারাইনের ব্যাটে আসে ৩৯ বলে ৮৫ রান। কোলকাতার অন্যান্য ব্যাটাররাও দারুণ গতিতে রান তুলেছেন গতকাল।
দিল্লি এখন পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। যেখানে ৪ ম্যাচে মাত্র ১ টি জয় এবং ৩ টি হার রয়েছে। আগামী রবিবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লড়বে দলটি। মুম্বাই এখনো টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি।