Image

নাসিম শাহ'র পর পিসিবি বাবর-আফ্রিদি-রিজওয়ানকেও এনওসি দেয়নি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাসিম শাহ'র পর পিসিবি বাবর-আফ্রিদি-রিজওয়ানকেও এনওসি দেয়নি

নাসিম শাহ'র পর পিসিবি বাবর-আফ্রিদি-রিজওয়ানকেও এনওসি দেয়নি

নাসিম শাহ'র পর পিসিবি বাবর-আফ্রিদি-রিজওয়ানকেও এনওসি দেয়নি

আসন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দলের বেশ কয়েকজন  খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেবেনা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত দ্য হান্ড্রেডের জন্য নাসিম শাহকে এনওসি প্রত্যাখ্যান করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুলাই থেকে কানাডায় শুরু হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র দেয়া হবেনা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমদের। কারণ হিসাবে তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে উল্লেখ করা হয়েছে।

আগামী ২১ আগস্ট থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে জাতীয় দলের খেলোয়াড়রা যাতে ভালোভাবে বিশ্রাম পান সে ব্যাপারে সর্তক থাকছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত পাকিস্তানের ব্যাস্ত ক্রিকেট সূচির কারণে ফ্রাঞ্চাইজি লিগের জন্য অনাপত্তিপত্র না দেয়ার নীতি আরো বাড়ানো হবে বলে অনুমান করা হচ্ছে। ফলস্বরূপ, পিসিবি এই সময়ের মধ্যে সমস্ত ফরম্যাটের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেবেনা, যেগুলো জাতীয় দলের খেলা চলাকালীন অন্য টি-টোয়েন্টি লিগের সময়ের সাথে মিলে যায়।

গত বছরের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, খেলোয়াড়দের প্রতি বছর দুটি বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। যদি ফ্র্যাঞ্চাইজি লিগের সময় গুলো জাতীয় দলের খেলার সময়ের সাথে মিলে না যায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three