Image

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গু'জব; যা বলছে পিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গু'জব; যা বলছে পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গু'জব; যা বলছে পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গু'জব; যা বলছে পিসিবি

আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখগুলি পুনঃনির্ধারিত হতে পারে বলে গণমাধ্যমের এমন খবরকে অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির তরফ থেকে জানানো হয়, এটি হতাশাজনক যে কিছু গণমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। 

নিরাপত্তার কারণে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ পরিবর্তনের সম্ভাবনার বিষয়ে তার মন্তব্যকে কোট করা হয়েছে। এটা অপ্রয়োজনীয় চাঞ্চল্যকরতা তৈরি করেছে। পিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মহসিন নাকভি স্পষ্টভাবে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি মনোনীত স্টেডিয়াম পুনর্নির্মাণ এবং পুনঃডিজাইন নির্ধারিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন হবে। আর সেটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তুতি নিশ্চিত করে। 

পিসিবি চেয়ারম্যান এছাড়াও উল্লেখ করেছেন যে কিছু ঘরোয়া ম্যাচ নিরবচ্ছিন্ন নির্মাণ কাজের সুবিধার্থে স্থানান্তরিত করার প্রয়োজন হতে পারে। এটি কোনোভাবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে সম্পর্কিত নয়। পিসিবির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি সবার আগে অগ্রাধিকার পাবে।

পাকিস্তানের তিনটি আইকনিক ভেন্যুতে  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা রয়েছে। পাকিস্তানের আবেগপ্রবণ ক্রিকেট ভক্তদের জন্য যা হবে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ফেব্রুয়ারীর ১৯ তারিখ থেকে, চলবে ৯ মার্চ পর্যন্ত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three