ইনজুরির শঙ্কায় পারভেজ ইমন, বিকল্প ভাবনায় সৌম্য
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
2
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
3
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
4
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
5
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ইনজুরির শঙ্কায় পারভেজ ইমন, বিকল্প ভাবনায় সৌম্য
ইনজুরির শঙ্কায় পারভেজ ইমন, বিকল্প ভাবনায় সৌম্য
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার পারভেজ ইমন প্র্যাকটিস ম্যাচে চোট পাওয়ার কারণে এখনও পুরোপুরি ফিট নন। তার ইনজুরির বিষয়টি এখনো স্পষ্ট হয়নি এবং ম্যানেজমেন্ট থেকে আনুষ্ঠানিক কোনো আপডেট আসেনি বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। এই অবস্থায় দলের ব্যাকআপ ব্যাটসম্যান সৌম্য সরকার সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, “পারভেজ ইমনের বিষয়টা এখনও আমার কাছে পরিষ্কার না। ম্যানেজমেন্ট বা ফিজিওর তরফ থেকে আমার কাছে এখনও কিছু আসেনি।”
ইমনের ফিটনেস নিয়ে সংশয় দেখা দিলে দলে থাকা ব্যাকআপ ব্যাটসম্যান সৌম্য সরকার হতে পারেন তার দারুণ বিকল্প। প্রস্তুতি ম্যাচে ঝড়ো ৪১ রান করে নিজের জানান দিয়েছেন সৌম্য, যেখানে ছিল চার ও ছক্কায় সমৃদ্ধ ব্যাটিং।
লিটন বলেন,“সৌম্য তো আমাদের ব্যাকআপ অপশনে আছে। যদি কোনো কারণে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়ে, বিশেষ করে যে পজিশনের কথা বললেন, তাহলে অবশ্যই সৌম্য আসবে।”
সৌম্য সরকার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন। ইমনের ইনজুরি দীর্ঘস্থায়ী হলে শুধু নেদারল্যান্ডস সিরিজেই নয়, আগামি এশিয়া কাপেও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বাঁহাতি ওপেনারের।
জাতীয় দলের স্কোয়াডে তার পুনরায় ডাক আসাটা বাংলাদেশের ব্যাটিং বিকল্প হিসেবে দারুণ সুযোগ হতে পারে, বিশেষ করে ওপেনিংয়ে শক্তি যোগানোর ক্ষেত্রে।
