পরাগের ব্যাটে রাজস্থানের জয়, রান তালিকায় শীর্ষে
পরাগের ব্যাটে রাজস্থানের জয়, রান তালিকায় শীর্ষে
পরাগের ব্যাটে রাজস্থানের জয়, রান তালিকায় শীর্ষে
রিয়ান পরাগকে ৪ নম্বরে ব্যাট করতে নামানো দারুণভাবে কাজে আসছে রাজস্থান রয়্যালসের জন্য। মাত্র ২২ বছর বয়সী এই তরুণ ব্যাটার রাজস্থানের হয়ে আরো একটি ম্যাচ জয়ী ইনিংস খেললেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সোমবারের (১ এপ্রিল) ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন পরাগ। প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
কিছুদিন আগে শেষ হয়েছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলি ট্রফি। যেখানে ৪ নম্বরে ব্যাট হাতে নেমে ৮৫ গড়ে, ১৮২.৭৯ স্ট্রাইক রেটে ৫১০ রান সংগ্রহ করেন পরাগ। এই ধারাবাহিকতা আইপিএলে নিয়ে এসেছেন তিনি।
পরাগের খেলা সর্বশেষ ৩ ইনিংস ছিল বলার মতো। মুম্বাইয়ের বিপক্ষে অপরাজিত ৩৯ বলে ৫৪ রানের ইনিংসের আগে, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অপরাজিত ৪৫ বলে ৮৪ রান এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ভিরাট কোহলির সাথে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে এখন পরাগের নাম।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে পরাগ বলেন, “আমি যখন ঘরোয়াতে খেলি, এই ধরনের পরিস্থিতিতেই ব্যাট করতে যাই।”
“যখন জশ বাটলার, রবিচন্দ্রন অশ্বিন কিছুক্ষণ পরেই ফিরে গেলেন, আমি ভাবলাম এটাই আমার কিছু করার সময়। গত ৬ মাস ধরে ঘরোয়া ক্রিকেটে আমি তাই করে আসছি। খুব স্বাভাবিকভাবেই এটা হিসাবনিকাশ করা সম্ভব।”
অতীত মৌসুমগুলোতে রাজস্থানের হয়ে ফিনিশিং এর দায়িত্ব থাকে পরাগের কাঁধে। খুব আহামরি কোনো আসর তিনি কাটাননি সেসময়। নিজেকে নানাভাবে বাজিয়ে নিয়েছেন। অনুশীলন করেছেন, ভুলগুলো খুঁজে বের করেছেন। তিনি গতিময় বল ও এমন পরিস্থিতিতে ব্যাট করার উপায় খুঁজতেন, আর সেখান থেকে এই সাফল্য এখন ধরা দিচ্ছে।