ম্যাচের মাঝেই স্কোয়াড ছোট করলো পাকিস্তান
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
রেকর্ডবুকে নতুন দাগ, ৩৪২ রানের হারে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কোচ

ম্যাচের মাঝেই স্কোয়াড ছোট করলো পাকিস্তান
ম্যাচের মাঝেই স্কোয়াড ছোট করলো পাকিস্তান
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা চলছে। এর মাঝেই পিসিবি জানিয়েছে, পাকিস্তান তাদের স্কোয়াড থেকে ছুটি পেয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ এবং বাঁহাতি অর্থোডক্স নোমান আলি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান মুলতান টেস্টের জন্য শুধুমাত্র তিনজন রিজার্ভ খেলোয়াড়কে দলে রেখেছে পাকিস্তান: মোহাম্মদ হুরায়রা, সরফরাজ আহমেদ এবং মীর হামজা।
পাকিস্তান শুধুমাত্র প্রথম টেস্টের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছিল। ১৫ সদস্যের দল ঘোষণা করার একদিন পর লেগ-স্পিনার জাহিদ মাহমুদকে যুক্ত করা হয়।
নোমান আলি স্কোয়াড ডাক পেয়েছিলেন লম্বা সময় পর। সেরা একাদশে জায়গা না পাওয়ায় তাকেও মুক্তি দেওয়া হয় প্রথম টেস্টের স্কোয়াড থেকে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই টেস্টের সিরিজের জন্যও তাকে দলে রাখা হয়নি।
পাকিস্তান তাদের স্কোয়াড কমিয়ে ১৫ তে নামিয়েছে এবং ইনজুরড খুররম শাহজাদকে নোমান আলির জায়গায় ডাকা হয়েছে।