পাকিস্তানের হেড কোচ মিরপুরের উইকেটের সমালোচনা করলেন
-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
3
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান
-
4
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
-
5
ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
পাকিস্তানের হেড কোচ মিরপুরের উইকেটের সমালোচনা করলেন
পাকিস্তানের হেড কোচ মিরপুরের উইকেটের সমালোচনা করলেন
বাংলাদেশের কাছে ৭ উইকেটের বড় পরাজয়ের পর পাকিস্তানের হেড কোচ দায় দিলেন মিরপুরের উইকেটকে। পাকিস্তানিদের বাড়তি নজর ছিল মিরপুরের রহস্যময় উইকেটের দিকে, এই উইকেটেই এবার বাংলাদেশের কাছে পাত্তা পায়নি তারা।
মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে নতুন আরেক সিরিজ। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতল বাংলাদেশ। ৩৯ বলে ৫৬ রানের হার-না-মানা ইনিংস খেলা পারভেজ ইমনে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের হেড কোচ বলেন, 'এই ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয়। এই ধরনের উইকেটে খেলে আপনার উন্নতি হবে না। আপনি সামনে এশিয়া কাপ খেলবেন, এই উইকেটে খেলে বড় মঞ্চে আপনি সফল হবেন না।'
বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ম্যাচে লজ্জার পরাজয়ের পর পাকিস্তানের হেড কোচ মিরপুরের উইকেটের সমালোচনা করলেন। মিরপুরের উইকেট তাহলে দায় এড়ানোর মঞ্চ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেই উইকেট বা পিচ হয়ে যায় প্রধান আলোচ্য বিষয়। বাংলাদেশের অনেক ক্রিকেটারই মিরপুরের পিচকে একাধিকবার বলেছেন ধাঁধার মতন। এটা কখন কি আচরণ করে তা নাকি তাদের কাছেও বোঝা দুষ্কর। মাইক হেসনও এবার অনেকটা একই সুরে কথা বলে গেলেন। হারের দায় চাপিয়ে গেলেন এই উইকেটের উপর।
