Image

জয় পেতে মরিয়া পাকিস্তানের দরকার ৮ উইকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জয় পেতে মরিয়া পাকিস্তানের দরকার ৮ উইকেট

জয় পেতে মরিয়া পাকিস্তানের দরকার ৮ উইকেট

জয় পেতে মরিয়া পাকিস্তানের দরকার ৮ উইকেট

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যাবধানে হেরে দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান।  দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৩৬ রান করে দিন শেষ করেছে ইংল্যান্ড। জিততে হলে সফরকারীদের দরকার এখনো ২৬১ রান, হাতে রয়েছে ৮ উইকেট।

প্রথম টেস্টে এই মুলতানের মাঠেই এক ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ৮০০ এর বেশী রান। তাই মনে হতেই পারে ২৬১ রান করা বেশী কঠিন হবেনা ইংলিশদের জন্য। তবে পরিস্থিতি এবার সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানি বোলার সাজিদ খানের ঘূর্ণিতে বেকায়দায় পড়েছে ইংলিশরা। ইংলিশদের কঠিন পরীক্ষা নিতে পিছিয়ে নেই স্পিনার নোমান আলীও। 

৬ উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে বেশী দূর এগোতে পারেনি। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৯১ রানে। সাজিদ খান  ১১১ রান দিয়ে পান ৭ উইকেট। তিনটি উইকেট পান নোমান।
 
অন্যদিকে  দ্বিতীয় ইনিংসে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে তারা। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ১৫৬ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। 

তারপর নবম উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে  ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় সাজিদ খান ও আগা সালমান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন সালমান। 

অন্যদিকে শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীর। দুই ওপেনারকেই হারিয়েছে তারা। জো রুট অপরাজিত আছেন ১২ ও অলি পোপ অপরাজিত আছেন ২১ রানে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three