Image

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে আলিম দার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 2 সেকেন্ড আগে
পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে আলিম দার

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে আলিম দার

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে আলিম দার

পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটিতে আলিম দার, আকিব জাভেদ, আজহার আলী এবং হাসান চিমা রয়েছেন।

তবে পিসিবি সবাইকে চমকে দিয়েছে সিলেকশন প্যানেলে কিংবদন্তি আম্পায়ার আলিম দারকে রেখে। এছাড়া পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিকে রাখা হয়েছে। 

১৯৯৮-৯৯ কায়েদ-ই-আজম ট্রফিতে প্রথম-শ্রেণীর আম্পায়ারিংয়ে অভিষেক হওয়ার আগে ৫৬ বছর বয়সী আলিম ১৯৮৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে ১৭টি প্রথম-শ্রেণীর এবং ১৮টি লিস্ট-এ ম্যাচের খেলেন। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি আম্পায়ারদের আইসিসি এলিট প্যানেলে দায়িত্ব পালন করেন। 

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে আরও এক লজ্জার পরাজয় দেখল শান মাসুদের দল। মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। 

আর এর পরই মূলত নির্বাচকদের প্যানেলে সংস্কারের ঘোষণা দেয় পিসিবি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা সইতে হয়েছে ইউসুফসহ পিসিবির নির্বাচক প্যানেলকে।

Details Bottom