প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাবর বিতর্কে ক্লান্ত সালমান আগা, দলে অন্যদের দিকেও নজর দেওয়ার আহ্বান
-
2
সেঞ্চুরি জুটি ও ধারালো বোলিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
-
3
অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি
-
4
ব্রুকের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়
-
5
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে পাকিস্তান। ব্যাটে মাঝারি সংগ্রহ হলেও বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম বলেই শূন্য রানে ফিরে যান সাহিবজাদা ফারহান। তবে এরপর সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আগা পাল্টা আক্রমণে ম্যাচে ফেরান দলকে। ২২ বলে ৪০ রান করা সাইম আইয়ুব আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংসের গতি বাড়ান। অন্যদিকে সালমান আগা খেলেন দায়িত্বশীল ৩৯ রানের ইনিংস, যেখানে ছিল চারটি ছক্কা।
মাঝের ওভারে বাবর আজম (২৪) কিছুটা থিতু হওয়ার চেষ্টা করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। শেষদিকে মোহাম্মদ নওয়াজের অপরাজিত ১৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান তোলে পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা, যিনি ৪ ওভারে ২৪ রানে নেন ৪টি উইকেট।
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল নড়বড়ে। ওপেনার ম্যাথিউ শর্ট মাত্র ৫ রানে আউট হন। অধিনায়ক ট্রাভিস হেড ২৩ রানের ঝড়ো ইনিংস খেললেও সেটিকে বড় করতে পারেননি। একমাত্র ক্যামেরন গ্রিন কিছুটা লড়াই করেন ৩১ বলে করেন ৩৬ রান।
পাকিস্তানের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। বিশেষ করে স্পিনার আবরার আহমেদ ছিলেন দুর্দান্ত ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। সাইম আইয়ুব ব্যাটের পর বল হাতেও অবদান রাখেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে।
শেষদিকে জাভিয়ার বার্টলেট অপরাজিত ৩৪ রান করলেও প্রয়োজনীয় রান তোলা সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৮ উইকেটে ১৪৬ রানে।
ফলে ২২ রানের জয় নিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সাইম আইয়ুব
