Image

সেদিনের এই দিনেঃ কক্সবাজারে মুস্তাফিজের প্রথম শ্রেণির অভিষেক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেদিনের এই দিনেঃ কক্সবাজারে মুস্তাফিজের প্রথম শ্রেণির অভিষেক

সেদিনের এই দিনেঃ কক্সবাজারে মুস্তাফিজের প্রথম শ্রেণির অভিষেক

সেদিনের এই দিনেঃ কক্সবাজারে মুস্তাফিজের প্রথম শ্রেণির অভিষেক

২৮ বছর বয়সী মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছেন লম্বা সময় ধরে। দেশের গন্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও নিজের নামডাক তৈরি করেছেন বাঁহাতি এই পেসার। 

বাংলাদেশের জার্সি গায়ে ইতোমধ্যে ১৫ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ২৮ বছর বয়সী মুস্তাফিজ। উইকেট নিয়েছেন যথাক্রমে ৩১, ১৬৪ ও ১০৭ টি। 

জাতীয় দলের বাইরে স্বীকৃত টি-টোয়েন্টি অনেক খেললেও লিস্ট এ ও প্রথম শ্রেণির ম্যাচ তেমন খেলেননি মুস্তাফিজ। ৩৬ প্রথম শ্রেণির ম্যাচ, ১১৫ লিস্ট এ ম্যাচ আপনাকে সেই প্রমাণই দিবে। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ ম্যাচ খেলে ৯২ উইকেট নেওয়া মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল ১০ বছর আগে আজকের এই দিনে (১৯ এপ্রিল)। 

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৩/১৪ তে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচ। খুলনার হয়ে সেদিন প্রথম শ্রেণির অভিষেক হয় মুস্তাফিজের। ম্যাচের আগে তাঁকে ক্যাপ পরিয়ে দেন খুলনা দলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। 

 

অভিষেকটা অবশ্য রাঙাতে পারেননি মুস্তাফিজ। দল হারে ৫ উইকেটে। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও ২য় ইনিংসে উইকেটশুন্য থাকেন তিনি। 

মুস্তাফিজের অভিষেকের দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয় মোসাদ্দেক হোসেন সৈকতেরও। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three