Image

সেদিনের এই দিনেঃ ২০০৭ এ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ক্রিস গেইলের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেদিনের এই দিনেঃ ২০০৭ এ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ক্রিস গেইলের

সেদিনের এই দিনেঃ ২০০৭ এ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ক্রিস গেইলের

সেদিনের এই দিনেঃ ২০০৭ এ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ক্রিস গেইলের

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আছে ৫ টি করে সেঞ্চুরি। ৪ টি সেঞ্চুরি আছে ভারতের সুরিয়াকুমার যাদবের। পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের কলিন মুনরো, সংযুক্ত আরব আমরাতের মোহাম্মদ ওয়াসিম, চেক রিপাবলিকের সাবাউন দাভিজির আছে ৩ টি করে সেঞ্চুরি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। 

টেস্টে ৬০.২৬, ওয়ানডেতে ৮৭.১৯ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ক্রিস গেইল। জ্যামাইকান এই বাঁহাতি ব্যাটার তাঁর পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত। 

ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের ব্যাটেই এসেছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি। ২০০৭ সালের আজকের এই দিনে (১১ সেপ্টেম্বর) ২০০৭ আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে সেঞ্চুরি করেন তিনি। 

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান স্কোরবোর্ডে জমা করে। 

ওপেন করতে নেমে ৫৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেন গেইল। ৭ টি চারের পাশাপাশি ১০ টি ছক্কা হাঁকান তিনি। 

তবে ক্রিস গেইলের এমন রেকর্ডগড়া সেঞ্চুরি বিফলে যায়। হার্শেল গিবস, জাস্টিন কেম্পরা ঝড়ো ব্যাটিং করে রানের পাহাড় টপকান। ওপেন করতে নেমে হার্শেল গিবস ৫৫ বলে ১৪ চার ও ২ ছয়ে ৯০ রান করে অপরাজিত থাকেন। ২২ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৬ রান করে অপরাজিত থাকেন চারে নামা জাস্টিন কেম্প। 

১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করা ক্রিস গেইল হন ম্যাচসেরা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three