Image

ভারতকে অল্পতে অলআউট করে কিউই ব্যাটাররা দেখাল দাপট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতকে অল্পতে অলআউট করে কিউই ব্যাটাররা দেখাল দাপট

ভারতকে অল্পতে অলআউট করে কিউই ব্যাটাররা দেখাল দাপট

ভারতকে অল্পতে অলআউট করে কিউই ব্যাটাররা দেখাল দাপট

মাত্র ৪৬ রানেই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ভারত। জবাবে প্রথম ইনিংসেই বড় লিড পেয়ে এগিয়ে যায় কিউইরা। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা না হলেও দ্বিতীয় দিন শেষে ভারতকে অলআউট করে ১৩৪ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড দল।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর এন চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৮০ রান করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও অধিনায়ক টম লাথামের ওপনিং জুটি থেকে আসে ৬৭ রান। কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে ফিরে যান লাথাম।

এরপর উইল ইয়ংয়ের সঙ্গে ৭৫ রানের আরও একটি জুটি গড়েন কনওয়ে। ৭৩ বলে ৩৩ রান করে আউট হন ইয়ং। কিছুক্ষণ পরেই সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯১ রানে প্যাভিলিয়নে ফিরে যান কনওয়ে। দিনের বাকি সময়টা ব্যাট করে পাড় করে দেন রাচিন রাবিন্দ্র ও ড্যারিল মিচেল। দুজনে অপরাজিত থাকেন যথাক্রমে ২২ ও ১৪ রানে।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে সকালে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। কিন্তু মাত্র ৩১.২ ওভারে মাত্র ৪৬ রানে অলরাউট হয়ে যায় তারা। ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। ৯ বলে শূন্য রান করে আউট হন ভিরাট কোহলি। কোহলির মত ডাক মারেন সারফারাজ খানও।

ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন রিশাব প্যান্ট। তাছাড়া ইয়াশাচভি জয়সওয়াল করেন ১৩ রান। আর কেউ ছুটে পারেনি ২ অঙ্কের রান। শূন্য রানে আউট হন ভারতের পাঁচ ব্যাটার। 

ভারতের ইনিংস ধ্বসিয়ে দেয়া পেসার ম্যাট হেনরি ১৫ রানে পান ৫ উইকেট। ২২ রানে ৪ উইকেট নেন উইলিয়াম ও'রর্কি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three