আবারও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান

আবারও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান
আবারও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯১ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৯ উইকেটে। আজ ডানেডিনে ১৫ ওভারে নেমে আসা দ্বিতীয় টি-টোয়েন্টিতেও স্বাগতিকদের দাপট, সহজেই ৫ উইকেটে জিতল নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের বিধ্বংসী শুরুর পর ম্যাচ একপ্রকার একপেশে হয়ে যায়। মাত্র ২৯ বলে ৬৬ রানের জুটি গড়ে কিউইদের সহজ জয়ের ভিত গড়ে দেন তারা।
নিউজিল্যান্ডের কাছে হেরেই চলছে পাকিস্তান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়ল পাকিস্তান দল। বৃষ্টির কারণে নেমে আসা ১৫ ওভারের ম্যাচে ১১ বল হাতে রেখে কিউইরা নিশ্চিত করল ৫ উইকেটের জয়। ২২ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলা টিম সেইফার্ট জিতলেন ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার। ৫ ম্যাচের সিরিজে দাপট দেখিয়ে স্বাগতিকরা এগিয়ে গেল ২-০'তে।
বৃষ্টির কারণে নেমে আসা ১৫ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেও ডাকের স্বাদ পান ওপেনার হাসান নওয়াজ। তবে অধিনায়ক সালমান আগার ২৮ বলে ৪৬, শাদাব খানের ১৪ বলে ২৬ রানের ইনিংসে চড়েই মূলত লড়াই করার মতো ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
বল হাতে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম আর ইশ সোধি ২টি করে উইকেট নিয়েছেন। রান তাড়ায় প্রথম ওভারে কোনো রানই নিতে পারেনি নিউজিল্যান্ড। কিন্তু পরের ১২ বলে দুই ওপেনার মিলে ছক্কা মারেন ৭টি! টিম সেইফার্ট ও ফিন অ্যালেন মিলে রীতিমতো তাণ্ডব শুরু করেন।
চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে ২৯ বলে ৬৬ রানের ওপেনিং জুটি। সেইফার্ট ২২ বলে ৪৫ আর ফিন অ্যালেনের ব্যাট থেকে ১৬ বলে আসে ৩৮ রান। দু'জনেই এদিন পাক বোলারদের ছক্কা মারেন ৫টি করে। তিনে নামা মার্ক চাপম্যান অবশ্য ১ রান করতেই হারান উইকেট। তবুও ১১ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতল নিউজিল্যান্ড।