Image

ছিটকে গেলেন এলিস, যুক্তরাজ্য থেকে ফিরছেন দেশে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ছিটকে গেলেন এলিস, যুক্তরাজ্য থেকে ফিরছেন দেশে

ছিটকে গেলেন এলিস, যুক্তরাজ্য থেকে ফিরছেন দেশে

ছিটকে গেলেন এলিস, যুক্তরাজ্য থেকে ফিরছেন দেশে

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান স্কটল্যান্ড সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি, এরপর ইংল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন নাথান এলিস। বিপরীতে জশ হ্যাজেলউড চোট থেকে সেরে উঠেছেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে দলে যোগ দেবেন। 

নাথান এলিস লন্ডন স্পিরিটের জার্সিতে দ্য হান্ড্রেডে খেলার সময় চোট পান। আর তাতেই তার ছিটকে যেতে হলো জাতীয় দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট থেকে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সফরে আছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও। এই ৮ ম্যাচেই বাইরে থাকতে হবে এলিসকে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, নাথান এলিস দ্রুতই যুক্তরাজ্য থেকে ফিরে যাবেন নিজ দেশে।

কাফ স্ট্রেনের কারণে স্কটল্যান্ড সফর থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে হ্যাজেলউডকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।  

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ও রাইলি মেরেডিথ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, মারনাস লাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা

Details Bottom