স্পিন শক্তি বাড়াতে দলে নাসুম আহমেদ
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
স্পিন শক্তি বাড়াতে দলে নাসুম আহমেদ
স্পিন শক্তি বাড়াতে দলে নাসুম আহমেদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্পিনেই রাজ করেছে বাংলাদেশ। তিন স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ৭৪ রানের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। সিরিজের শুরুতেই এমন সাফল্যের পর এবার স্পিন শক্তিকে আরও জোরালো করতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য তাকে স্কোয়াডে যুক্ত করেছেন বিসিবি নির্বাচকরা।
মিরপুরের মন্থর উইকেটে প্রথম ম্যাচে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং ছিল বাংলাদেশ জয়ের মূল চাবিকাঠি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ও লেগস্পিনার রিশাদ হোসেন তিনজনই ছিলেন একাদশে। ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেন রিশাদ হোসেন, যিনি ৬ উইকেট শিকার করে হন ম্যাচসেরা। মিরাজও ছিলেন যথেষ্ট মিতব্যয়ী, ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। অন্যদিকে, তানভির একটি উইকেট পেলেও তার বোলিংয়ে ঘাটতি ছিল ধার ও নিয়ন্ত্রণে।
এমন পরিস্থিতিতে বাঁহাতি স্পিন বিভাগে বাড়তি বিকল্প হিসেবে যুক্ত হয়েছেন ৩০ বছর বয়সী নাসুম আহমেদ। যিনি আবার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে, তখনও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।
নাসুমের অন্তর্ভুক্তি দলের কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে প্রথম ম্যাচে পেসার তাসকিন আহমেদ বল করেছিলেন মাত্র দুই ওভার। যা ইঙ্গিত দেয় দল কন্ডিশনের ভিত্তিতে বাড়তি স্পিনার খেলানোর দিকেও ঝুঁকতে পারে।
তানভিরের জায়গায় একাদশে নাসুম ঢুকে পড়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি উইকেট স্পিন সহায়ক থাকলে দুই বাঁহাতি স্পিনারকেও একসঙ্গে খেলাতে পারে দল।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।
শেষ দুই ম্যাচে স্পিন আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলতে পারবে টাইগাররা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার চোখ থাকবে নতুন যুক্ত হওয়া নাসুম আহমেদের ওপরও।