Image

আজই বিমান ধরছেন মুস্তাফিজ, চেন্নাই শিবিরে স্বস্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আজই বিমান ধরছেন মুস্তাফিজ, চেন্নাই শিবিরে স্বস্তি

আজই বিমান ধরছেন মুস্তাফিজ, চেন্নাই শিবিরে স্বস্তি

আজই বিমান ধরছেন মুস্তাফিজ, চেন্নাই শিবিরে স্বস্তি

চেন্নাই সুপার কিংস (সিএসকে) চলমান আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ এখন অব্দি ৪ টি ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচ খেলেই মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (৭)। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন আইপিএল ২০২৪ এ মুস্তাফিজের চেয়ে উইকেট বেশি আছে কেবল যুজবেন্দ্র চাহালের (৮)। 

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গত ম্যাচে পরাজয় বরণ করেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ম্যাচশেষে কোচ স্টিফেন ফ্লেমিং আড়াল করেননি যে দল মিস করেছে ফিজের সার্ভিস। 

তবে চেন্নাই শিবিরের জন্য সুসংবাদ। চেন্নাইয়ে আগামীকাল যখন তাঁরা কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কে আতিথ্য দেবে, তার আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন দ্য ফিজ। 

বাংলাদেশে ফিরে ভিসা সংক্রান্ত কাজ শেষ করেছেন মুস্তাফিজ। ক্রিকেট৯৭ নিশ্চিত হয়েছে যে আজ সন্ধ্যার বিমানে চড়বেন তিনি, গন্তব্য চেন্নাই। 

সেই হিসাবে আগামীকালের ম্যাচে মুস্তাফিজের সার্ভিস পাবে চেন্নাই। চিপকের কন্ডিশনে ফিজ প্রভাব দেখতে চাইবে সিএসকে দল ও তাঁদের সমর্থকরা। 

৪ ম্যাচে সমান ২ জয় ও পরাজয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে অবস্থান চেন্নাইয়ের। অন্যদিকে ৩ ম্যাচের সবকটিতে জিতে উড়ছে কোলকাতা। 

Details Bottom