ব্যর্থতা মেনে নিয়ে যা যা বললেন তাওহীদ হৃদয়
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                ব্যর্থতা মেনে নিয়ে যা যা বললেন তাওহীদ হৃদয়
ব্যর্থতা মেনে নিয়ে যা যা বললেন তাওহীদ হৃদয়
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৩৩ রানের বড় ব্যবধানে। টেস্ট ও টি-টোয়েন্টি, দুই সিরিজেই হয়েছে ডাবল হোয়াইটওয়াশ। সব মিলিয়ে ভারত সিরিজটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। তবে শেষ ম্যাচেও এত বাজে ভাবে হারে সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন ব্যাটার তাওহীদ হৃদয়।
ভারতের বিপক্ষে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। তবুও বিশাল হারে চোখেমুখে অন্ধকার দেখছেন হৃদয়। সংবাদ সম্মেলনে তা বোঝা গেলো স্পষ্ট। বরাবরের মত এবারো সংবাদ সম্মেলনে উঠে এলো না না অযুহাত ।
হৃদয়ের মতে পুরো সিরিজে যেমন ছিলো বাংলাদেশ, "সব জায়গাতেই ঘাটতি ছিল। এক দিন বোলিং ভালো করেছি তো ব্যাটিং ভালো হয়নি। ব্যাটিং ভালো করেছি তো বোলিং ভালো হয়নি। ওভারল যেটা বললাম আরকি আমাদের ২-৩ বিভাগেই অনেক উন্নতির জায়গা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমন উইকেটে খেলি না। এমন ফ্ল্যাট উইকেটে খেলি না। যখন আস্তে আস্তে খেলতে থাকব দিন দিন আমরা উন্নতি করব। আমি কোনো অজুহাত দিচ্ছি না উইকেটের। তবে যদি খেয়াল করে দেখেন আমরা এরকম উইকেটে অনেক কম খেলি। আশা করি দিন দিন যত খেলব তত আরও অভিজ্ঞতা বাড়বে ভালো হবে। এক্সিকিউশনগুলাও আরও ভালো হবে ইনশাল্লাহ।"
এত হারের পরেও বাংলাদেশের স্ট্যান্ডার্ড খুব নিচে নয় বলছেন হৃদয়, "আমাদের স্ট্যান্ডার্ড যে খুব নিচে সেটা বলব না। আমরা তো অনেক বড় দলের সাথে খেলেছি। এখানে অবশ্যই ওরা অনেক বড় একটা দল, ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। অবশ্যই তাদের হোমে খেলা, উইকেট ভালো। কন্ডিশন সম্পর্কে আইডিয়া ভালো। স্কিলের দিক থেকেও ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। অবশ্যই এটা এমন না যে আমরা অনেক পিছনে আছি। আমরাও আমি মনে করি আমরা খুব অবস্থাতেই আছি। এরকম ফ্ল্যাট উইকেটে বোলিং ব্যাটিংয়ে আমরা কীভাবে আরও ভালো এক্সিকিউশন করতে পারব এই জায়াগাটা আমাদের আরও উন্নতি করলে ভালো হবে ইনশাল্লাহ।"
হৃদয়ের মতে বাংলাদেশের বেশীর ভাগ খেলোয়াড়রা এখনো উইকেট রিড করতে পারেনা। তিনি বলেন, "আমাদের বেশিরভাগ প্লেয়ারই আমরা উইকেটটা রিড করতে পারি না। আমরা বেশিরভাগ ম্যাচ মিরপুরে খেলি। চট্টগ্রামে যখন খেলি তখন জানি কী খেলা হতে পারে। এই কারণেও হতে পারে একেক দিন একেক রকম উইকেট থাকে প্রেডিক্ট করা কঠিন হয়ে যায় আমাদের জন্য। আমার মনে হয়েছে আমরা যদি ভালো উইকেটে খেলতে থাকি একবারে রাতারাতি আমরা উন্নতি করতে পারব না তবে পরিবর্তন হতে পারব না আমরা দিন দিন উন্নতি করতে পারব ইনশাল্লাহ।"
