Image

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেসওয়েল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেসওয়েল

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেসওয়েল

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেসওয়েল

মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো ঘরের মাঠে ব্ল্যাকক্যাপসের অধিনায়কত্ব করবেন মাইকেল ব্রেসওয়েল। 

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র আইপিএল  খেলার কারণে অনুপস্থিত থাকবেন। দলে ফিরেছেন হলো, ইশ সোধি, বেন সিয়ার্স, কাইল জেমিসন এবং উইল ও'রোর্কের আগমন।  

তাছাড়া পাকিস্তানের বিপক্ষে দলে দেখা যাবে ফিন অ্যালেন, জেমস নিশাম, টিম সাইফার্ট এবং জ্যাকরি ফোকসকে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রোক (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

১ম টি-টোয়েন্টি – ১৬ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
২য় টি- টোয়েন্টি – ১৮ মার্চ, ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন
৩য় টি- টোয়েন্টি – ২১ মার্চ, এডেন পার্ক, অকল্যান্ড
৪র্থ টি- টোয়েন্টি – ২৩ মার্চ, বে ওভাল, টাউরাঙ্গা
৫ম টি- টোয়েন্টি – ২৫ মার্চ, স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন

Details Bottom
Details ad One
Details Two
Details Three