বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন লঙ্কান ব্যাটিং কোচ
বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন লঙ্কান ব্যাটিং কোচ
বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন লঙ্কান ব্যাটিং কোচ
শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে স্বাগতিকরা চাপা পড়ল শুরুতেই। আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। ৩৭ রান করতেই বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট। টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা লঙ্কান ব্যাটিং কোচ বললেন, বাংলাদেশ লঙ্কানদের শক্তিশালী ফাইটব্যাক আশা করেনি। বাংলাদেশ লড়াই করতে না পারায় কিছুটা অবাকও হয়েছেন।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে নাইট ওয়াচম্যানের দায়িত্বে নামা তাইজুল দ্বিতীয় দিনে আউট হলেন ব্যক্তিগত সর্বোচ্চ রানে। ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৫১.৩ বল খেলতেই, মাত্র ১৮৮ রানে। তাইজুল ইসলামের ৪৭ রান ছাড়া কেউই পাননি বড় ইনিংসের দেখা। তবে লোয়ার অর্ডারের ব্যাটাররা ছিল ব্যতিক্রম, তাইজুল-খালেদ-শরিফুল-নাহিদ রানা মিলে করেন ৮৪ রান। আর টপ ও মিডল অর্ডারের বাকি ৭ ব্যাটারের মোট রান ৮৫। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে লঙ্কান ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বে উদাহরণ হিসাবে টেনেছেন তাইজুলদের ব্যাটিং।
প্রথম ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে নেমে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছেন তাইজুল। শেষদিকে শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ ক্যামিও ইনিংস খেলে ১৮৮ রানে দলকে পৌঁছে দেন। বোলারদের এমন ব্যাটিংয়ে বিব্রত হতে পারেন ব্যাটাররা।
আজ শ্রীলঙ্কান লোয়ার অর্ডারও ব্যাট হাতে ছিল দুর্দান্ত। শেষবেলায় দারুণ সঙ্গ দিয়েছে কামিন্দু মেন্ডিসকে। প্রবাথ জয়াসুরিয়া ৪৭ বল খেলে করেছেন ২৫ রান। আর শেষ উইকেট জুটিতে কামিন্দুকে সঙ্গ দিয়ে কাসুন রাজিথা ২০ বল খেলেছেন। নিজেদের লোয়ার অর্ডারের প্রশংসা করতে গিয়ে থিলিনা টেনেছেন তাইজুল-শরিফুল-খালেদদের উদাহরণ,
'আমি তাদের সঙ্গে সকালেও কথা বলেছি, বুঝিয়েছি তাদের ব্যাটিং এফোর্টটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তোমরা দেখেছো, বাংলাদেশের লোয়ার অর্ডার কীভাবে গুরুত্বপূর্ণ রান করেছে, তারা ১৩০টার মতো বলও খেলেছে। আমি এটা তাদের কাছে উদাহরণ হিসেবেও তুলে ধরেছি, চেষ্টা করেছি আত্মবিশ্বাস দেওয়ার।'
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়ে লঙ্কান ব্যাটিং কোচের মূল্যায়ন, 'এরকম মাঝে মাঝে হয়ে যায়। যখন শুরু করেছে তখন অন্যরকম ছিল। তারা ভাবেনি আমরা এত শক্তভাবে ঘুরে দাঁড়াব। এটা অন্যতম কারণ হতে পারে। বাংলাদেশ দারুণ লড়াই করে, তাই এমন ব্যাটিংয়ে আমি একটু অবাক হয়েছি।'