ইংল্যান্ডের অনুশীলনে ব্যাটিং পরামর্শক পোলার্ড
ইংল্যান্ডের অনুশীলনে ব্যাটিং পরামর্শক পোলার্ড
ইংল্যান্ডের অনুশীলনে ব্যাটিং পরামর্শক পোলার্ড
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ পেয়েছেন কাইরন পোলার্ড। স্থানীয় কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট, দলটির ট্রেনিং সেশনে আজ দেখা মিলল এই ক্যারিবীয় কিংবদন্তির।
৩৬ বছর বয়সী পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ছিলেন ক্যারিবীয়দের ২০১২ বিশ্বকাপজয়ী দলেও। সবচেয়ে বেশি ৬৫৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। এবারের বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন ইংলিশ দলের। পুরো আসর জুড়ে তিনি থাকবেন ব্যাটিং পরামর্শকের ভূমিকায়।
বিশ্বকাপে ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন পোলার্ড। আইসিসির মেগা ইভেন্টে স্থানীয় কন্ডিশন সম্পর্কে বিশেষজ্ঞ মত পাওয়ার জন্যেই মূলত পোলার্ডকে কোচিং প্যানেলে যুক্ত করেছে ইসিবি।
২০২২ আইপিএল মৌসুম থেকে পোলার্ড মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। এবার পোলার্ডের অ্যাসাইনমেন্ট জাতীয় দলে। গত ডিসেম্বরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট।
৪ জুন ইংল্যান্ড বার্বাডোজের কেনসিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মোকবিলা করবে। ২০১৯ সালে ঘরের মাঠে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে তারা।