আইসিসির শাস্তি পেল বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টের আউটফিল্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির শাস্তি পেল বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টের আউটফিল্ড

আইসিসির শাস্তি পেল বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টের আউটফিল্ড

আইসিসির শাস্তি পেল বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টের আউটফিল্ড

ভারত-বাংলাদেশের কানপুর টেস্টের আউটফিল্ড আইসিসির রেটিংয়ে ‘অসন্তোষজনক', পেয়েছে ডিমেরিট পয়েন্টও। চেন্নাইয়ের যে পিচটিতে ভারত-বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল সেটিকে "খুব ভালো" হিসেবে রেট করা হয়েছে।

গেল ১ অক্টোবর কানপুর টেস্ট দিয়ে শেষ হয় বাংলাদেশের ভারত সফরের টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পরাজয় সাত উইকেটে। বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের পিচ আইসিসির রেটিংয়ে টপকে গেলেও আউটফিল্ডকে অসন্তোষজনক বলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয় কেবল আড়াই দিন, তাতেই ম্যাচ হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। বাজে আউটফিল্ডের কারণে এবার আইসিসির শাস্তি পেয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। এ  ১ ডিমেরিট পয়েন্ট লেখা হয়েছে স্টেডিয়ামের নামের পাশে। 

গ্রিন পার্ক স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কম সমালোচনা হয়নি। এমনকি সেখানে আর আন্তর্জাতিক ম্যাচ গড়ানো নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ টেস্টের চারটি ইনিংস মিলিয়ে খেলা হয় সাকুল্যে ১৭৩.২ ওভার। টেস্ট ক্রিকেটে প্রতিদিন ৯০ ওভার করে খেলা হওয়ার কথা। ফলে ওভার সংখ্যা হিসাব করলে, দু'দিনের মধ্যেই ভারত কানপুর টেস্ট জিতে যায়।