Image

অ্যান্ডারসন সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ভাবছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অ্যান্ডারসন সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ভাবছেন

অ্যান্ডারসন সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ভাবছেন

অ্যান্ডারসন সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ভাবছেন

টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার চিন্তাভাবনা করছেন সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সীমিত ওভারের ক্রিকেটে অ্যান্ডারসনকে সর্বশেষ দেখা গেছে ১০ বছর আগে। সম্প্রতি ৪২ বছর বয়সে টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে এই শীতেই কোনো টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন জেমস অ্যান্ডারসন।

দ্য ফাইনাল ওয়ার্ল্ড ক্রিকেট পডকাস্টে ক্রিকেট খেলার ইচ্ছার কথা জানিয়ে অ্যান্ডারসন বলেন,  ‘বছরের শেষভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে, আমি জানি না ওই দুই সফরে পরামর্শকের ভূমিকা পালন করতে পারব কি না। আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনো এ রকম করতে পারি।’

অ্যান্ডারসন আরো বলেন, ‘জানি না, এটা ঠিক কাজ হবে কি না। তবু দেখি, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো তো খেলিনি।’

বয়সটা ৪২ হলেও এখনই থামতে রাজি নন অ্যান্ডারসন, ‘আমার শরীর তো এখনো নিজেকে ৪২ বছর বয়সী মনে করতে শুরু করেনি। আমি টেনিস কোর্ট দাবড়ে বেড়াব, আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব। শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামাথামি নেই। আর এ কারণেই আমি চালিয়ে যেতে চাই। আমি মনে করি, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এই সক্ষমতা যত দিন থাকবে, কেন ব্যবহার করব না।’

গতমাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দলের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন জেমস অ্যান্ডারসন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three