সাকিবকে চারে নামিয়ে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন ইশ সোধি
- 1
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের শক্তিশালী ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা
- 2
এশিয়া কাপের গ্রুপ 'বি' তে বাংলাদেশ, ভারত-পাকিস্তান এক গ্রুপে
- 3
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার সাথে?
- 4
দুবাইয়ে এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর ফাইনাল
- 5
দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

সাকিবকে চারে নামিয়ে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন ইশ সোধি
সাকিবকে চারে নামিয়ে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন ইশ সোধি
গেল বছরের সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তখন থেকেই সাকিবের নামের পাশে আর লেখা হয়না কোনো উইকেট আর রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের পাওয়া উইকেটসংখ্যাও তাই থেমে গেল ১৪৯ এ। এবার সাকিবকে ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব আল হাসান। ১২৯ টি-টোয়েন্টিতে ১২৭ ইনিংসে ২৫৫১ রান, গড় ২৩.১৯ এবং স্ট্রাইকরেট ১২১.১৮। বোলিংয়ে ১২৬ ইনিংসে পেয়েছেন ১৪৯ উইকেট। ৬.৮১ ইকোনমি রেটে বোলিং গড় ২০.৯১ ও স্ট্রাইক রেট ১৮.৪। ২০ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং।
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইশ সোধি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ১২৬ ম্যাচে দেড়শ উইকেট নিতে উইকেটপ্রতি ২২.৫৩ রান ও ১৬.৯৯ বল করে লেগেছে তার। সাকিব আল হাসান এখন সোধির ঠিক পেছনে রয়েছেন ১৪৯ উইকেট নিয়ে। তার অবস্থান এখন লিস্টের ৪ নম্বরে।
সোধি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করা তৃতীয় ক্রিকেটার। বাংলাদেশের সাকিব আল হাসান ১৪৯ উইকেট নিয়ে সেরা চারে রয়েছেন। পাঁচ নম্বরে থাকা মোস্তফিজুর রহমানের উইকেটসংখ্যা ১৩৯। কেউ কেউ এরই মধ্যে হয়তো আক্ষেপ করতে শুরু করেছেন, টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নিয়েও অবসর নিতে পারত সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ১৬৪ উইকেট তিনি পান ১২৬ ম্যাচ খেলে। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের রাশিদ খান, ৯৬ ম্যাচেই রাশিদের নামের পাশে ১৬১ উইকেট।