আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে পার্টনার হলো ওয়ালটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে পার্টনার হলো ওয়ালটন
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে পার্টনার হলো ওয়ালটন
ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন এবার যুক্ত হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে। প্রতিষ্ঠানটি এখন আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর, যার ফলে জাতীয় দলের সব ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে ওয়ালটনের নাম ও লোগো ব্যবহৃত হবে।
এই পার্টনারশিপের ফলে ওয়ালটনের পণ্য এবং ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজদের মতো তারকা খেলোয়াড়দের। প্রতিষ্ঠানটির লক্ষ্য এই সহযোগিতার মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করা।
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল ফেসবুক পেইজে এ চুক্তি ঘোষণা করা হয়। পোস্টে দেখা গেছে আর্জেন্টিনার তারকা খেলোয়াড়রা ওয়ালটনের অত্যাধুনিক কারখানা এবং বিভিন্ন পণ্যের সঙ্গে উপস্থিত। এর আগে এএফএর অফিশিয়াল ওয়েবসাইটেও ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করা হয়েছে অন্যান্য স্পন্সরদের সঙ্গে।
ওয়ালটন ইতোমধ্যেই ৫০টিরও বেশি দেশে তাদের ব্র্যান্ড বিজনেস পরিচালনা করছে এবং বিশ্বব্যাপী শতাধিক দেশে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে এই অংশীদারিত্ব ওয়ালটনের আন্তর্জাতিক উপস্থিতি আরও সম্প্রসারিত করবে। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ আর্জেন্টাইন খেলোয়াড়রা মাঠ মাতাবে, আর বিশ্বজুড়ে কোটি কোটি ক্রেতার মনে জায়গা করে নেবে ওয়ালটন।