ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য প্রথমবার ডাক পেলেন অঙ্কন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য প্রথমবার ডাক পেলেন অঙ্কন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য প্রথমবার ডাক পেলেন অঙ্কন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য প্রথমবার ডাক পেলেন অঙ্কন

আফগানিস্তান সিরিজের হতাশা পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ দল। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে মাঠে গড়াবে।

সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও ভিসা জটিলতায় মাঠে নামা হয়নি তার। ওয়ানডে দলে ছিলেন নাঈম শেখ, তবে একটি ম্যাচ খেলার পরই বাদ পড়েছেন তিনি।

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে দৃষ্টি কেড়েছেন তিনি। এর আগে টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল অংকনের। অন্যদিকে, প্রত্যাশা মতো সুযোগ পাননি ইয়াসির রাব্বি, যদিও জাকের আলী অনিককে রাখা হয়েছে দলে।

ইনজুরির কারণে সিরিজে খেলতে পারবেন না নিয়মিত ওপেনার লিটন দাস ও পারভেজ ইমন। তবে বোলিং আক্রমণে বড় কোনো পরিবর্তন নেই। স্পিন বিভাগে থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন, আর পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। নাহিদ রানা এই দলে জায়গা পাননি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।