খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া ব্যবহার পছন্দ নয় সিমন্সের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া ব্যবহার পছন্দ নয় সিমন্সের

খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া ব্যবহার পছন্দ নয় সিমন্সের

খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া ব্যবহার পছন্দ নয় সিমন্সের

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের পর থেকেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি দেশে ফেরার পর বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্তার ঘটনাও ঘটেছে। সেই সময় নাঈম শেখের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আরও বিতর্ক তৈরি হয়। তবে খেলোয়াড়দের এমন আচরণে সন্তুষ্ট নন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় দলের খেলোয়াড়দের উচিত নয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া। সিমন্স বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলাটা আপনার অধিকার। কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না।"

সংবাদ সম্মেলনে উঠে আসে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলীকেও ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গ। ফর্মহীনতার পাশাপাশি তাকে নিয়ে ফের আলোচনায় এসেছে ২০২৪ বিপিএলে মোহাম্মদ সালাউদ্দিনের মন্তব্য "সে বোধ হয় একটু কালো বলে জাতীয় দলে সুযোগ পায় না!" এই মন্তব্য ঘিরে এখন বর্ণবৈষম্যের অভিযোগও তুলেছেন অনেকে। সমর্থকদের কটাক্ষের শিকারও হচ্ছেন জাকের।

এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানান কোচ সিমন্স। তিনি বলেন, "আমি আরও একটা জিনিস বলব, আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বর্ণবিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক না। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে। এটা ভালো কিছু না। কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিক।"

তবে নেতিবাচক সব আলোচনার মাঝেও সামনে নতুন সুযোগ দেখছেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ই হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ। কোচের ভাষায়, "শেষ সিরিজটা যেমন কেটেছে, আপনি যেটা পারেন তা হচ্ছে, সবকিছু পেছনে ফেলা। কারণ, আমরা এর চেয়ে ভালো দল। আমরা আজ এমনভাবেই অনুশীলন করেছি, যেন সামনে ভালো করতে পারি। নিশ্চিত করতে চেয়েছি কাল কীভাবে খেলব, সেদিকে যেন মনোযোগটা থাকে।"

বাংলাদেশের ক্রিকেটে এখন বড় প্রশ্ন আফগানিস্তান সিরিজের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে কি টাইগাররা?