উইন্ডিজ দলে রশিদের মতো স্পিনার নেই দেখে স্বস্তিতে প্রধান নির্বাচক

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 12 মিনিট আগে
উইন্ডিজ দলে রশিদের মতো স্পিনার নেই দেখে স্বস্তিতে প্রধান নির্বাচক

উইন্ডিজ দলে রশিদের মতো স্পিনার নেই দেখে স্বস্তিতে প্রধান নির্বাচক

উইন্ডিজ দলে রশিদের মতো স্পিনার নেই দেখে স্বস্তিতে প্রধান নির্বাচক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা ছিল বাংলাদেশের জন্য একেবারে দুঃস্বপ্নের মতো। রশিদ খানের ঘূর্ণিতে বিপর্যস্ত টাইগাররা তিন ওয়ানডের একটিতেও পুরো ৫০ ওভার টিকতে পারেনি। বৈচিত্র্যময় এই স্পিনারের গুগলি, লেগ স্পিন কিংবা স্লো বল যেন দুর্বোধ্য ছিল মিরাজ, সাইফ, তাওহীদ, জাকির, সোহানদের কাছে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু হতাশ কণ্ঠে বলেন,

‘‘আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স (ওয়ানডে) আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসলিউটলি ভেস্তে দিয়েছে। এমন একটা পারফরমেন্স আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, ইভেন যারা খেলে, আমার মনে হয় কেউই আশা করেনি যে এরকম একটা রেজাল্ট হতে পারে। তবে এটা ঠিক, এটা একদম এক্সপোজড হয়েছে আমাদের দুর্বলতা, আমাদের ব্যাটিং এর দুর্বলতাগুলো স্পেশালি ফুটে উঠেছে। সেগুলোকে আমাদের ডেফিনেটলি যত দ্রুত সম্ভব তা ওভারকাম করতে হবে।’’

৫০ ওভারের ম্যাচে পূর্ণ সময় ব্যাটিং করতে না পারার আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে। ‘‘যে কষ্টটা বয়ে বেড়াতে হচ্ছে প্লেয়ারদেরকে এখন, স্পেশালি যে এরকম একটা পরাজয় আমরা এত অল্প সময়ে পিচে কাটিয়েছি। আমরা নিয়মিতভাবে ৫০ ওভার ব্যাট করতে পারছি না এবং এখন এই আফগানিস্তানের সঙ্গে তো একদমই হাফ অফ দা কোটাও আমরা ঠিকভাবে খেলতে পারিনি।’’

তবে সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রশিদের মতো স্পিনার না থাকায় কিছুটা স্বস্তি খুঁজছেন লিপু।

‘‘আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না। হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উচ্চমানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট।’’

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর বিশ্রাম বা পুনরুদ্ধারের সময় না পেয়ে দ্রুতই মাঠে ফিরছে বাংলাদেশ। সেটিকে মানসিক ও শারীরিকভাবে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন নির্বাচক লিপু।

‘‘এটা (হারের কষ্ট) বুকে বয়ে নিয়ে বেড়ানোটা অত্যন্ত কঠিন একটা খেলোয়াড়ের জন্য এবং শারীরিক এবং মানসিক ক্লান্তিতে সম্পূর্ণ আচ্ছন্ন আছে প্লেয়াররা। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে এই দ্রুত মাঠে ফেরত আসা যেমন বেশ চ্যালেঞ্জিং যে আপনার এরকম একটা মাইন্ডসেটআপ থেকে, বিধ্বস্ত অবস্থা থেকে মাঠে ফেরত আসা, ঠিক একইভাবে আমি মনে করছি করি যে দ্রুত সফলতার মুখ দেখে, ভালো ক্রিকেট খেলে, আমার মনে হয় যে যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি, ব্যাটিং স্পেশালি, সেটা থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি।’’