Image

অবশেষে যুক্তরাষ্ট্রে জয় দেখল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে যুক্তরাষ্ট্রে জয় দেখল শ্রীলঙ্কা

অবশেষে যুক্তরাষ্ট্রে জয় দেখল শ্রীলঙ্কা

অবশেষে যুক্তরাষ্ট্রে জয় দেখল শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের লডারহিলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক প্রস্তুতি ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা। আগের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২০ রানের পরাজয় পাওয়া লঙ্কানরা আজ আয়ারল্যান্ডকে হারাল ৪১ রানে। 

টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অবশ্য শুরুটা করেছিল দারুণভাবে। তবে মুহূর্তেই যেন ছন্দপতন। প্রথম পাওয়ার প্লের শেষ ৩ ওভারের মধ্যে তারা হারায় ৩ উইকেট। ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে কুশল মেন্ডিসের বিদায়ে। জশ লিটন ৪র্থ ওভারে করেছেন জোড়া শিকার। তিনে নামা কামিন্দু মেন্ডিস পেলেন ডাকের স্বাদ। তবে ওপেনার পাথুম নিসাঙ্কা ফেরেন উইল ইয়াংয়ের ডেলিভারিতে। ১৫ বলে নিসাঙ্কা ২২ রান করে ফেরত যান প্যাভিলিয়নে। 

এরপর সাদিরা সামারাবিক্রমাহ ও চারিথ আসালাঙ্কা বিদায় নিয়েছেন দ্রুত। স্কোরবোর্ডে ৮২ রান করতে লঙ্কানরা হারায় পঞ্চম উইকেট। এরপর অবশ্য ওয়ানিন্দু হাসারাঙ্গা আর অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট এনে দেয় স্বস্তি। তবে দুজনেই ছিলেন ধীরগতির মেজাজে। অধিনায়ক হাসারাঙ্গা ২৬ রান করে ফিরলে দাসুন শানাকা এসে ১৫ বলেই করেন ২৩ রান। 

তবে ওয়ানডে মেজাজেই খেলতে থাকেন ম্যাথুস। ৩২ রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠে, এই রান করতেই খরচ করেন ৩০ বল। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৬৩'তে। 

লক্ষ্য তাড়ায় নেমে খুব একটা ছন্দে ব্যাট করতে পারেনি আয়ারল্যান্ড। থিতু হয়েও কেউ খেলতে পারেননি বড় ইনিংস। বল হাতে একাই ৪ উইকেট দখলে নেন দাসুন শানাকা। তবে শুরুর দিকে আয়ারল্যান্ডকে চাপে রাখেন থিকশানা, হাসারাঙ্গা, চামিরা। 

আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন কুর্টিস ক্যাম্ফার, তাও আবার সমান ২৬ বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানের ইনিংস আসে অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। শেষপর্যন্ত নির্ধারিত ওভারের ১০ বল আগেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ৪১ রানের জয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three