শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে হারলো দক্ষিণ আফ্রিকা
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে হারলো দক্ষিণ আফ্রিকা
শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে হারলো দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। আবু ধাবিতে তৃতীয় ওয়ানডে ৬৯ রানে পরাজিত হয়েছে তারা। ওয়ানডে তে এই নিয়ে ২ বার আইরিশদের কাছে হেরেছে তারা।এদিকে প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো প্রোটিয়াদের।
সোমবার আবু ধাবিতে টসে জিতে ব্যাটিং করে ২৮৪ রানের বড় সংগ্রহ দাড় করায় আয়ারল্যান্ড। এন্ড্রু বালবার্নিকে নিয়ে অধিনায়ক পল স্ট্রার্লিং গড়েন ১০১ রানের ওপেনিং জুটি। আইরিশ অধিনায়ক ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলেছেন। সঙ্গে অ্যান্ডি বালবার্নিও ৪৫ রানের ইনিংসে অবদান রাখেন।
তারপর কার্টিস ক্যাম্ফার ৩৪ ও হ্যারি টেক্টর ৪৮ বলে দ্রুত গতির ৬০ রানে দলীয় সংগ্রহ বাড়তে থাকে। তবে শেষ দিকে ভালো বল করে আইরিশ লোয়ার মিডল অর্ডারকে উইকেটে থিতু হতে দেননি প্রোটিয়া বোলাররা। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করে ৯ উইকেট ২৮৪ রান।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১০ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ভেরেইন ও ত্রিস্টান স্ট্যাবস মিলে ৪৯ রানের জুটিতে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ২০ রান করে স্ট্যাবস আউট হলে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।
এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন জ্যাসন স্মিথ। অপর প্রান্তে চলছিলো উইকেট যাওয়া আসার মিছিল। ৯৩ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯১ রানে থামে স্মিথের ইনিংস। লুঙ্গি এনগিডি আউট হলে ৪৬.১ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
আইরিশদের হয়ে ২৯ রানে ৩টি উইকেট নিয়েছেন জোহানেস বার্গে। ৪০ রানে ৩ উইকেট নেন ক্রেইগ ইয়াংও। ৫৪ রানে দুটি নিয়েছেন মার্ক অ্যাডায়ার।