২০২৫ আইপিএলে কোন দলের অধিনায়ক কে
- 1
বাংলাদেশকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়ে এশিয়া কাপের একাদশ সাজালেন আকাশ চোপড়া
- 2
কোয়াব নির্বাচন বৃহস্পতিবার: সভাপতি পদে মুখোমুখি মিঠুন ও সেলিম শাহেদ
- 3
শীর্ষ অলরাউন্ডার হয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস রাজার
- 4
লিটনের দ্যোতি ছড়ানো ম্যাচ থামল বৃষ্টিতে
- 5
একযুগ পর কোয়াব নির্বাচন, সভাপতি হলেন মিঠুন আর সহ-সভাপতি সোহান

২০২৫ আইপিএলে কোন দলের অধিনায়ক কে
২০২৫ আইপিএলে কোন দলের অধিনায়ক কে
চূড়ান্ত হয়ে গেছে আসন্ন আসরের জন্য আইপিএলের ১০ দলের ১০ অধিনায়ক। ২০২৫ আইপিএলে নতুন রূপে নেতৃত্বের মুকুট পরবেন কয়েকজন, সেই সঙ্গে প্রথমবার অধিনায়কত্ব পাওয়া খেলোয়াড়ও রয়েছেন। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে আইপিএলের আগে ২০ মার্চ বিসিসিআই অফিসে অধিনায়কদের নিয়ে বৈঠক।
২০২৫ আইপিএলের আগে পাঁচ দলের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসেনি। গত আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড় এবারও থাকছেন দলটির অধিনায়ক। হার্দিক পান্ডিয়ার কাঁধেই আস্থা অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের।
রাজস্থান রয়্যালসের নেতৃত্বের ভার থাকবে সঞ্জু স্যামসনের কাঁধেই। গেল আসরের মতো গুজরাট টাইটান্সের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তারকা ওপেনার শুবমান গিলকে। প্যাট কামিন্স এবারও সানরাইজার্স হায়দ্রাবাদের দলপতি। ২০২৫ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে।
২০২৫ আইপিএলে নতুন রূপে নেতৃত্বের মুকুট পরবেন শ্রেয়াস আইয়ার। তাকে অধিনায়ক বানিয়েছে পাঞ্জাব কিংস। আগের আসরে দিল্লিকে নেতৃত্ব দেওয়া এই উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্টের কাঁধে এবার অধিনায়কত্ব তুলে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হলেন আক্সার প্যাটেল। লোকেশ রাহুল অনীহা দেখানোয় শেষ মুহূর্তে আক্সারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। অপরদিকে, রজত পাতিদারের উপর ভরসা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাসখানেক আগেই ঘোষণা করা হয়েছে তাঁর নাম। তার অধীনে খেলবেন ভিরাট কোহলি।
২০২৫ আইপিএলে কোন দলের অধিনায়ক কে-
কোলকাতা নাইট রাইডার্স- আজিঙ্কা রাহানে
সানরাইজার্স হায়দ্রাবাদ- প্যাট কামিন্স
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- রজত পাতিদার
চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালস- আক্সার প্যাটেল
লখনৌ সুপার জায়ান্টস- রিশাব পান্ট
পাঞ্জাব কিংস- শ্রেয়াস আইয়ার
গুজরাট টাইটান্স- শুবমান গিল
মুম্বাই ইন্ডিয়ান্স- হার্দিক পান্ডিয়া।