গোয়ালিয়রে পাত্তাই পেল না বাংলাদেশ
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
গোয়ালিয়রে পাত্তাই পেল না বাংলাদেশ
গোয়ালিয়রে পাত্তাই পেল না বাংলাদেশ
১৯.৫ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হয়েছে ১২৭ রানে। সহজ টার্গেট পেয়ে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক জয়ে রাঙাতে ভুল করেনি ঘরের দল। বাংলাদেশকে যেখানে রান করতে রীতিমতো লড়াই করতে হলো, একই পিচে ভারতের ব্যাটাররা দেখালো তান্ডব। মাত্র ১১.৫ ওভারেই ভারত টপকে যায় বাংলাদেশের দেওয়া টার্গেট। ১৬ বলে ৩৯ রানের ক্যামিও খেলে ৪৯ বল আগেই ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া।
গোয়ালিয়রে সিরিজ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। হার্দিক পান্ডিয়া অপরাজিত থেকে মাঠ ছাড়েন ১৬ বলে ৩৯ রানে। অভিজ্ঞ হার্দিককে সঙ্গ দিয়ে অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ১৬ রান করেন। আর তাতেই ১-০'তে এগিয়ে গেল সুরিয়াকুমার যাদবের দল। দিল্লিতে আগামী ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ।
১২৮ রানের টার্গেট টপকাতে নেমে প্রথম পাওয়ারপ্লেতেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ভারত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রান পেল ভারত, ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান। এর আগের সর্বোচ্চ ছিল ৬ ওভারে ৬৮। প্রথম টি-টোয়েন্টি জিততে বাকি ১৪ ওভারে ভারতকে করতে হতো কেবল ৫৭ রান।
এদিন অবশ্য ওপেনার অভিষেক শর্মা দারুণ শুরু করেও ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যজনকভাবে উইকেট হারান রান আউটে। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতের রান যখন ২৫, তাওহীদ হৃদয়ের ডিরেক্ট থ্রোতে উইকেট হারান ৭ বলে ১৬ রান করা ওপেনার অভিষেক। তিনে নামা অধিনায়ক সুরিয়াকুমার যাদব ব্যাট হাতে নেমে শুরু থেকেই ঝড় তুলেন।
সুরিয়া আর স্যামসনের ব্যাটিংয়ে ৪.৪ ওভারেই ভারত স্কোরবোর্ডে পেয়ে যায় ৫০ রান। তবে ইনিংসের পঞ্চম ওভারে দ্বিতীয় বলে মুস্তাফিজকে অবিশ্বাস্যভাবে এক ছক্কা হাঁকিয়ে পরের বলেই সুরিয়া হলেন জাকের আলির হাতে ক্যাচ। প্যাভিলিয়নে ফেরার আগে ভারতীয় অধিনায়ক দুইশোর বেশি স্ট্রাইক রেটে ১৪ বলে করেন ২৯ রান।
ওপেনিংয়ে ফেরা স্যাঞ্জু স্যামসন অবশ্য ১৯ বলে ২৯ করে আউট হয়েছেন। এদিন নিজের প্রথম ওভার করতে এসেই মিরাজ শিকার করেন স্যামসনকে। দলীয় ৮০ রানে ভারত হারায় তাদের তৃতীয় উইকেট। তবে হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে ভারত জয়ের বাকি পথ শেষ করে। তাকে দারুণভাবে সঙ্গ দেন অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি।