Image

ভারতকে ২০০ করতে দিল না বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতকে ২০০ করতে দিল না বাংলাদেশ

ভারতকে ২০০ করতে দিল না বাংলাদেশ

ভারতকে ২০০ করতে দিল না বাংলাদেশ

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্ততি ম্যাচ। যেখানে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস ভাগ্য আসেনি বাংলাদেশ অধিনায়কের পক্ষে। শুরুতেই বাংলাদেশ পায় সাফল্য, তবে রিশাব পান্ট এসে মুহূর্তেই চুরমার করে দেন সাকিব-শরিফুলদের। ৩২ বলে পঞ্চাশ হাঁকিয়ে রিশাব ছাড়েন মাঠ, এরপর সুরিয়া-দুবে-হার্দিক একে-একে তাণ্ডব চালিয়ে যান টাইগার বোলারদের ওপর। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮২ রান। 

বাংলাদেশের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিব আল হাসান। ৪ ওভারের কোটায় সাকিব দেন মোট ৪৭ রান। তবে ব্যতিক্রম ছিলেন শেখ মেহেদী, মাত্র ২২ রানের বিনিময়ে পেয়েছেন এক উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই রিশাব পান্টের চমকপ্রদ ব্যাটিং, ৩২ বলে খেলেছেন ৫৩ রানের ইনিংস। শেষদিকে হার্দিক পান্ডিয়া ২৩ বলে খেলেছেন ৪০ রানের ক্যামিও ইনিংস।

তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের মতো দুই তারকা পেসারকে বিশ্রামে রেখে এই ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট বেছে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বল হাতে নিয়ে বাংলাদেশ শুরুটা করে দারুণ। ৬ বলে এক রান করা স্যাঞ্জু স্যামসন ইনিংসের দ্বিতীয় ওভারেই নিয়েছেন বিদায়। শরিফুল ইসলামের করা ডেলিভারির লাইন মিস করে উইকেট হারান স্যামসন। 

তিনে নামা রিশাব পান্ট নেমেই চালান তাণ্ডব। তাকে দারুণভাবে সঙ্গ দেন অধিনায়ক রোহিত। পাওয়ার প্লের শেষ ওভারে ৩ ছক্কা সহ সাকিবকে খরচ করান মোট ২২ রান। আর তাতেই ৬ ওভারে ভারতের সংগ্রহে ৫৫ রান। পরের ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ অ্যাকশনে এসেই সাফল্য এনে দেন দলকে। ২৩ রান নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা। 

ইনিংসের ১২তম ওভারের প্রথম বলেই সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন। পঞ্চাশ ছোঁয়া রিশাব অবশ্য এরপর আর একটি বলও খেলেননি। ৩২ বলে ৫৩ রান নিয়ে রিটায়ার্ড আউট হন রিশাব, সমান ৪টি করে চার ও ছক্কায় সাজান এই ইনিংস। জাতীয় দলের জার্সিতে নেমেই রিশাব দেখালেন তার স্পেশাল শো, নো লুক শট, এক হাতে ছয়; সবকিছুই যেন নিউইয়র্কে করে দেখালেন। 

পান্টের বিদায়ের পর নেমেই রীতিমতো ভয়ংকর রূপ নেন শিবাম দুবে। তবে দুবে ঝড় অবশ্য রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে দেখা যায়নি বেশিক্ষণ। বাউন্ডারি লাইনে দৌড়ে গিয়ে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে কয়েকবারের চেষ্টায় লুফে নেন দারুণ এক ক্যাচ। হার্দিক পান্ডিয়া নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালাতে ভুল করেননি। তবে এরমাঝেই সুরিয়াকুমার যাদব উইকেট হারান ব্যক্তিগত ৩২ রানে। 

ওভারের প্রথম তিন বলে ৩ ছক্কা হজম করা তানভীর শেষ তিন বলে মাত্র ১ রান খরচায় দখলে নেন উইকেট। ১৫৯ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে ভারত। রবীন্দ্র জাদেজাকে চাপে রাখলেও হার্দিক পান্ডিয়ার পাওয়ার হিটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে টাইগাররা। 

Details Bottom