Image

দিল্লি জয় করতে বাংলাদেশকে টপকাতে হবে রানের পাহাড়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দিল্লি জয় করতে বাংলাদেশকে টপকাতে হবে রানের পাহাড়

দিল্লি জয় করতে বাংলাদেশকে টপকাতে হবে রানের পাহাড়

দিল্লি জয় করতে বাংলাদেশকে টপকাতে হবে রানের পাহাড়

প্রথম ম্যাচ হারলেও অবশ্য সিরিজে ফিরে আসার সুযোগ আছে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শান্ত-লিটনদের সামনে ২২২ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দিয়েছে ভারত। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। নইলে টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারের লজ্জায় পড়তে হবে। ইনিংসের শেষ ওভারে অবশ্য একাই ৩ উইকেট নেন রিশাদ হোসেন।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ২২১ রান। 

প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভার করতে এসেই মেহেদী হাসান মিরাজ উইকেট তুলে নেন স্যাঞ্জু স্যামসনের। তাই আজ ওপেনার স্যামসনের বিরুদ্ধে মিরাজকে দিয়েই বোলিং ইনিংস শুরু করে বাংলাদেশ। ৩ বাউন্ডারি হজম করা মিরাজ প্রথম ওভারে খরচ করেন মোট ১৫ রান। 

এদিন মিরাজ না পারলেও তাসকিন আহমেদ পরের ওভারে এসে বিদায় করেন স্যামসনকে। মিড অফে দাঁড়ানো শান্তর হাতে ক্যাচ হওয়ার আগে ৭ বলে করেন ১০ রান। দলীয় ১৭ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ওভারে মাত্র ২ রান খরচায় স্যামসনকে বিদায় করে তাসকিনের দারুণ শুরু। তাসকিনের মতো উড়ন্ত শুরু করেন তানজিম হাসান সাকিবও। ১৪৭ কিলোমিটার গতির ডেলিভারি সামলাতে ব্যর্থ অভিষেক শর্মা হারিয়েছেন স্টাম্প। ফেরার আগে ১১ বল খেলা অভিষেক রান পেয়েছেন ১৫। 

স্কোরবোর্ডে ২৫ রান উঠতেই দুই ওপেনারকে হারিয়ে বসে ভারত।এরপর অবশ্য অধিনায়ক সুরিয়াকুমার যাদব, নিতিশ কুমার রেড্ডি মিলে পাল্টা লড়াইয়ের চেষ্টা চালান। তবে মুস্তাফিজুর রহমান অ্যাকশনে আসতে ভাঙে এই জুটিও। তাসকিন, সাকিবের মতো নিজের প্রথম ওভারেই পেলেন উইকেটের দেখা। ৮ রানে থাকা ভারতীয় অধিনায়ক সুরিয়া ফিজের কাটারে ক্যাচ হন শান্তর হাতে। 

পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে রান করে ৪৫। ইনিংসের ৮ম ওভারে রিংকু সিংয়ের ব্যাটে ভারত পায় প্রথম ছক্কা। বলের হিসাবে ৪৭তম বলে ভারত পেয়েছে ইনিংসে প্রথম ছয়। এরপর অবশ্য একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন নিতিশ কুমার রেড্ডি, রিংকু সিং। ১০ ওভারেই ভারতের রান ছাড়িয়ে যায় একশো। 

অভিষেক ম্যাচে ১৬ রানে অপরাজিত থাকা নিতিশ কুমার আজ খেললেন ক্যারিয়ার সেরা ৭৪ রানের ইনিংস। তাও আবার কেবল ৩৪ বলে। এই ইনিংস সাজাতে নিতিশ ছয় হাঁকান মোট ৭টি, বিপরীতে তার বাউন্ডারি সংখ্যা ৪। মুস্তাফিজের শিকার হয়ে ফিরলে ভাঙে রিংকুর সাথে গড়া ১০৮ রানের জুটি। ফিফটি হাঁকিয়ে রিংকুও ফেরত যান প্যাভিলিয়নে। ৫৩ রানে থাকা রিংকুকে বিদায় করব তাসকিন আহমেদ দখলে নেন দ্বিতীয় উইকেট।

হার্দিকের বাউন্ডারিতে ১৮.২ ওভারেই ভারতের সংগ্রহ ছুঁয়ে যায় দুইশো রানের ঘর। ৪ ওভারের কোটায় ৫০ রান খরচ করা তানজিম সাকিব শেষ বলে ফিরিয়েছেন আগের দুই বল ছয় হাঁকানো রিয়ান পরাগকে। ৬ বলে ১৫ করে হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যাচের শিকার। ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম ডেলিভারিতেই রিশাদ হোসেন তুলে নেন হার্দিক পান্ডিয়ার গুরুত্বপূর্ণ উইকেট। আগের ম্যাচের জয়ের নায়ক হার্দিককে এদিন ১৯ বলে ৩২ রান নিয়ে ফিরতে হয় সাজঘরে।

এক বল পর রিশাদের আরও এক উইকেট। এবার শূন্য হাতে বিদায় নিয়েছেন বরুণ চক্রবর্তী।

Details Bottom
Details ad One
Details Two
Details Three