Image

বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দিল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দিল ভারত

হায়দ্রাবাদের ব্যাটিং স্বর্গে দেখা গেল বাংলাদেশের বোলারদের হতশ্রী চেহারা। স্যামসন-সুরিয়ার ব্যাটিং তান্ডবের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে টাইগারদের বোলিং লাইন। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ১১১ রানে থামে স্যামসনের ইনিংস। অধিনায়ক সুরিয়ার ব্যাট থেকে আসে ৭৫। শেষদিকে ঝড় তুলেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ। রিংকু সিং শেষ বলে ৬ হাঁকিয়ে ভারতের রান ২৯৭ তে পৌঁছে দেন।

বাংলাদেশের বোলারদের ধ্বংসস্তূপ বানিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ভারতের রান ২৯৭। নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ দলীয় ইনিংস। এর আগের সর্বোচ্চ ছিল ৫ উইকেটে ২৬০। 

টসে জিতে ভারতের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব বল হাতে অ্যাকশনে আসতেই ভাঙে উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ৪ রানে থাকা অভিষেক শর্মা লফটেড খেলতে গিয়ে ব্যর্থ হন, সার্কেলের মাঝেই শেখ মেহেদী দারুণভাবে লুফে নেন ক্যাচ। তবে স্যামসনের সঙ্গে বিধ্বংসী ব্যাটিং শুরু থেকেই চালিয়ে যান অধিনায়ক সুরিয়াকুমার যাদব। ৪.২ ওভারেই ভারতের রান ছুঁয়ে যায় পঞ্চাশ। 

বাংলাদেশের বোলারদের কোনো প্রকার পাত্তা না দিয়ে পাওয়ার প্লেতে ভারতের রান ৮২। স্যাঞ্জু স্যামসন দাপট দেখিয়ে মাত্র ২২ বলেই পেয়ে যান ফিফটির দেখা। এরপর ৭.১ ওভারে ভারতের পূর্ণ হয় একশো রান। রিশাদের এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে ১০ ওভারে ভারতের রান ১৫২'তে নিয়ে যান স্যামসন।

স্যামসনের চেয়ে ১ বেশি ২৩ বলে পঞ্চাশ রান পান অধিনায়ক সুরিয়া। অবশেষে স্যামসন বিদায় নিলেন ইনিংসের ১৪তম ওভারে মুস্তাফিজের শিকার হয়ে। তার ১১১ রানের অনিন্দ্য সুন্দর ইনিংসটা সাজান কেবল ৪৭ বলে। ক্যারিয়ারের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য পেয়েছেন উইকেটের দেখা। ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলে বিদায় নেন সুরিয়াকুমার যাদব। 

নিজের কোটা শেষ করতে এসে তাসকিন পান উইকেটের দেখা। ২৬১ স্ট্রাইক রেটে ৩৪ রানে থাকা রিয়ান পরাগ ক্যাচ দেন লিটন দাসের গ্লাভসে। ২৭৬ রানে ৪র্থ উইকেট হারায় ভারত। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three