প্রাক্তনের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের সামনে ২ চ্যালেঞ্জ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রাক্তনের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের সামনে ২ চ্যালেঞ্জ

প্রাক্তনের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের সামনে ২ চ্যালেঞ্জ

প্রাক্তনের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের সামনে ২ চ্যালেঞ্জ

২০১৮ সালের আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এর হয়ে খেলেছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৭ ম্যাচ খেলে সেবার রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের হয়ে ৭ টি উইকেট তুলে নিয়েছিলেন দ্য ফিজ। 

মুম্বাইয়ের হয়ে মুস্তাফিজের যাত্রা শেষ হয় সেবারই। চলতি আইপিএলে মুস্তাফিজ আছেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) শিবিরে। নিজের প্রাক্তন দলের বিপক্ষেই আজ মুস্তাফিজের সামনে কঠিন চ্যালেঞ্জ। 

এবারে এখন অব্দি চেন্নাইয়ের হয়ে ৪ ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ। উইকেট নিয়েছেন সব ম্যাচে। প্রথম ম্যাচে ৪, ২য় ম্যাচে ২, ৩য় ম্যাচে ১ ও ৪র্থ ম্যাচে ২ উইকেট। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় উপরের দিকেই তাঁর অবস্থান। 

তবে এই ৪ ম্যাচের মধ্যে ৩ টিতেই মুস্তাফিজ খেলেন চেন্নাইয়ের ঘরের মাঠে। সেখানে ৩ ম্যাচে ৮ উইকেট তাঁর। বিশাখাপাত্তামে ১ ম্যাচ খেলে ৪৭ রান খরচে ১ উইকেট নিয়েছিলেন। 

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল হাতে জাদু দেখাতে হবে মুস্তাফিজকে। একদা যে মাঠ ছিল তাঁর ঘরের মাঠ, এখন সেটা প্রতিপক্ষের ঘাটি।

মুম্বাই চ্যালেঞ্জের সাথে আরেকটা চ্যালেঞ্জও আছে মুস্তাফিজের সামনে। মুম্বাইয়ের জাসপ্রীত বুমরাহ ১০ উইকেট নিয়ে এখন পার্পল ক্যাপের মালিক। ১ উইকেট পেছনে থাকা মুস্তাফিজ নিশ্চিতভাবেই বুমরাহকে টপকে পার্পল ক্যাপ আবার পরতে চাইবেন।