Image

ভারতীয় খেলোয়াড়রা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কেমন পারফর্ম করেছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতীয় খেলোয়াড়রা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কেমন পারফর্ম করেছে

ভারতীয় খেলোয়াড়রা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কেমন পারফর্ম করেছে

ভারতীয় খেলোয়াড়রা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কেমন পারফর্ম করেছে

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা ১৩ টেস্টের মধ্যে ১১টিতেই জিতেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে আসন্ন সিরিজেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারত। 

সিরিজ শুরুর আগে প্রথম টেস্টের জন্য বাছাই করা ভারতীয় খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে কেমন পারফরম্যান্স করেছে; চলুন দেখা আসা যাক- 

রোহিত শর্মা- ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন এবং সেই তিনটি ম্যাচে ডানহাতি ব্যাটার মাত্র ৩৩ রান। 

শুবমান গিল- বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে দুটি টেস্ট ম্যাচে ১৫৭ রান করেছেন ২৫ বছর বয়সী শুবমান গিল। ২০২২ সালে চট্টগ্রামে তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করেন।

ভিরাট কোহলি- বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ছয়টি টেস্টে তিনি করেছেন ৪৩৭ রান। তিনি দুই দলের মধ্যে খেলা লাল বলের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা তিন ব্যাটারদের একজন।

লোকেশ রাহুল- ৩২ বছর বয়সী কেএল রাহুল বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে ৩ টেস্টের ছয় ইনিংসে মাত্র ৬৯ রান করতে পেরেছেন তিনি।

রিশাব পান্ট- উইকেটরক্ষক-ব্যাটার রিশাব পান্ট বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা দুটি টেস্টে ৯১.৩৫ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন।

রবীন্দ্র জাদেজা- বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বিপক্ষে তিন টেস্টে ১৪৮ রান করেছেন। এবং ছয় উইকেট নিয়েছেন।


রবিচন্দ্রন আশ্বিন- বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আশ্বিন এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ছয়টি টেস্ট খেলেছেন যাতে তিনি করেছেন ১৫৭ রান, নিয়েছেন ২৩ উইকেট। 

আক্সার প্যাটেল- বাংলাদেশের বিপক্ষে খেলা দুটি টেস্টে আক্সার প্যাটেল ৫২ রান করেছেন এবং উইকেট শিকার করেছেন ৮টি।

মোহাম্মদ সিরাজ- মোহাম্মদ সিরাজ বাংলাদেশের বিপক্ষে ২ টি টেস্ট খেলে ৬ বাংলাদেশী ব্যাটারকে আউট করেছেন।

কুলদ্বীপ যাদব- কুলদ্বীপ যাদব ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলেছেন। চট্টগ্রামে খেলা সেই টেস্টে প্রথম ইনিংসে ৪০ রান করেন এবং তারপর ১৬ ওভারে মাত্র ৪০ রান দিয়ে বাংলাদেশের  পাঁচ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পাননি তবে নিয়েছেন ১ টি উইকেট 

জাসপ্রীত বুমরাহ, ইয়াশভি জাইসাওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দ্বীপ এবং যশ দয়াল হলেন ছয় ভারতীয় যারা লাল বলে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three