Image

অস্ট্রেলিয়া দলকে চেনেন হাথুরুসিংহে, পরিকল্পনা সাজাচ্ছেন যেভাবে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়া দলকে চেনেন হাথুরুসিংহে, পরিকল্পনা সাজাচ্ছেন যেভাবে

অস্ট্রেলিয়া দলকে চেনেন হাথুরুসিংহে, পরিকল্পনা সাজাচ্ছেন যেভাবে

অস্ট্রেলিয়া দলকে চেনেন হাথুরুসিংহে, পরিকল্পনা সাজাচ্ছেন যেভাবে

গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিরোপা প্রত্যাশী অজিদের বিপক্ষে ম্যাচটি তুলনামূলক কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার আগে দেশটির ডমেস্টিক দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাই অজি তারকাদের ভালো করেই চেনার কথা হাথুরুসিংহের।

অজি খেলোয়াড়দের চেনাজানা এবং পিচ কন্ডিশনকে গুরুত্বপূর্ণ মনে করে হাথুরুসিংহে বলেন, "আমি অনেককে চিনি। তারা অনেক ভালো প্লেয়ার। নিজেদের খেলা নিয়ে তারা অনেক আত্মবিশ্বাসী। নির্দিষ্ট দিনে কন্ডিশন অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ম্যাচে। আমাদের ফোকাস হচ্ছে সেই কন্ডিশনটা কাজে লাগানো এবং তার সুবিধা নেওয়া।"

গ্রুপ পর্বে ৩ ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পেয়েছে বাংলাদেশ। ম্যাচ গুলোতে ব্যাটারদের অনেক দূর্বলতা ফুটে উঠেছে। এই নিয়ে চলছে সমালোচনা ও। তবে হাথুরুসিংহে চান সবাই খেলাটাকে উপভোগ করুক এবং দলে যার যেটা ভূমিকা সেটা পালন করুক। অবশ্য খেলোয়াড়দের স্বাধীনতা দিলেও মাঠে যা খুশি তাই করার অনুমতি দিচ্ছেন না প্রধান কোচ।

হাথুরুসিংহে বলেন, "আমরা চাই ছেলেরা খেলাটা উপভোগ করুক। এই ম্যাচেও চাইব ছেলেরা উপভোগ করুক মাঠে, যত বড় ম্যাচই হোক। তবে এর মানে এই নয় যে তারা মাঠে গিয়ে যা খুশি তাই করার লাইসেন্স পাবে। সবার নির্দিষ্ট ভূমিকা আছে দলে, তা পালন করার ক্ষেত্রে অবশ্যই সবার স্বাধীনতা আছে। এটা দেশের হয়ে খেলা, ক্লাবের হয়ে খেলা সব ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে খেলাটা উপভোগ করাটা সবসময় আমাদের লক্ষ্য, সেই সাথে তাদের নিজের ভূমিকাটা পালন করাও জরুরি।"

২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানে একটি টেস্ট ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। সেই জয় সুপার এইটে অজিদের বিপক্ষে আরো একটা জয় পেতে ভূমিকা রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংসে বলেন,

"আসলে সেই দলটি অনেক বেশি অভিজ্ঞ ছিল। তারা তাদের ভূমিকাটা জানত। আমাদের অনেক অভিজ্ঞ ব্যাটার ছিল দলে। পিচ এবং কন্ডিশন আমাদের পক্ষে ছিল। দারুণ পরিকল্পনাও ছিল আমাদের। প্ল্যানিং এবং সিদ্ধান্ত গ্রহণে আমাদের সাহসী হতে হবে। আমরা এসব নিয়ে কথা বলেছি। কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে আমাদের।"
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three