Image

গুলশানের জয়ের নায়ক ফরহাদ রেজা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গুলশানের জয়ের নায়ক ফরহাদ রেজা

গুলশানের জয়ের নায়ক ফরহাদ রেজা

গুলশানের জয়ের নায়ক ফরহাদ রেজা

ডিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ২ উইকেটে পরাজিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ২৯০ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান স্পোর্টস ক্লাব। 

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন। শুরুতেই মাহফিজুর রহমান রবিন ১২ রানে ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ১২৬ রানের জুটি গড়েন বিশাল চৌধুরী ও মিজানুর রহমান। অর্ধশতক তুলে নিয়ে নিহাদুজ্জামানের বলে ফেরেন মিজানুর। নিহাদুজ্জামানের আরেক শিকার হন বিশাল চৌধুরী। ৯ চার ও ৪ ছয় ৭৫ বলে ৮৩ রান করেন বিশাল। 

পরবর্তীতে আইচ মোল্লার ৬৫ ও অলোক কাপালির ৩১ রানে ৯ উইকেট হারিয়ে ২৯০ রানে থামে ব্রাদার্স ইউনিয়ন। শুলশানের হয়ে তিনটি করে উইকেট পান নিহাদুজ্জামান ও আসাদুজ্জামান পায়েল। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুলশান। জাওয়াদ আবরার ৩০, আজিজুল হাকিম তামিম ১১, লিটন কুমার দাস করেন ৩৩ রান। ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে গুলশান। 

তারপর দলের হাল ধরেন নাইম ইসলাম ও মোঃ ইলিয়াস। ৯৯ রানের জুটি ভেঙ্গে ৫০ রান করে ফেরেন নাঈম। ইলিয়াস খেলেন ৫৩ রানের ইনিংস। জয়ের জন্য শেষ দিকে দ্রুত রান তোলেন ফরহাদ রেজা ও মেহেদী হাসান। ৩৬ বলে ৪৭ রানের অপরাজিত থাকে ফরহাদ রেজা, মেহেদী হাসান অপরাজিত থাকেন ১৮ বলে ৩২ রানে। 
৪৮.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় গুলশান। ব্রাদার্স ইউনিয়নের হয়ে চার উইকেট শিকার করেন সোহাগ গাজী। শফিউল ইসলাম পান দুটি উইকেট।

Details Bottom